
জাতির সংবাদ ডটকম।
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা বিএনপির দীর্ঘদিনের রাজনৈতিক দ্বন্দ্ব ও বিভাজনের অবসান ঘটেছে। দীর্ঘ আলোচনার পর একত্রিত হয়েছেন দলের দুই গুরুত্বপূর্ণ নেতা— উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও দক্ষিণ জেলা বিএনপির যুব-বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান এবং স্থানীয় রাজনীতিতে সুপরিচিত নেতা জামাল উদ্দিন।
দলীয় সূত্রে জানা গেছে, দুই নেতার নেতৃত্বাধীন গ্রুপের মধ্যে প্রায় এক দশক ধরে চলছিল অন্তর্দ্বন্দ্ব। যার ফলে সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়। নেতাকর্মীদের মাঝে দেখা দেয় বিভক্তি। সম্প্রতি দক্ষিণ জেলা বিএনপির গুরুত্বপূর্ণ কয়েকজন নেতার মধ্যস্থতায় একটি সমঝোতা বৈঠকে বসেন মুজিব ও জামাল।
চট্টগ্রাম শহরে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, সদস্য সচিব মোস্তাফিজ স্যার, সাবেক ছাত্রনেতা ফারুক হোসেনসহ জেলা পর্যায়ের বেশ কয়েকজন সিনিয়র নেতা। তারা উভয় পক্ষকে ঐক্যের বার্তা দিয়ে দলীয় স্বার্থে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
বৈঠকে উভয় নেতা আগামী দিনে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন। তারা বলেন, ব্যক্তিগত মতপার্থক্য ভুলে বিএনপির আন্দোলন ও কর্মসূচিকে সফল করতেই তাদের এই ঐক্য।
নেতাকর্মীরা বলছেন, মুজিব-জামালের এই ঐক্য সাতকানিয়া উপজেলার বিএনপিকে সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে করে তৃণমূলের মধ্যে যে বিভাজন ছিল তা কাটিয়ে উঠে দল আরও সুসংহত হবে।
দলীয় পর্যবেক্ষকদের মতে, এই ঐক্য শুধু সাতকানিয়া নয়, পুরো দক্ষিণ চট্টগ্রামের বিএনপি রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।