আবুল কাশেম জামালপুর জেলা প্রতিনিধি
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারেছ আলী মামুন বলেছেন, দেশ আজ বিপর্যয়ের মধ্যে ঢেলে দিয়েছে এই সরকার। সাধারণ মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে এই সরকার। আজ সাধারণ মানুষ কথা বলতে পারছে না। যারাই সরকারের বিরুদ্ধে কথা বলছে তাদেরকেই মামলা দেওয়া হচ্ছে। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে আমাদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে।
জাসাস কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, জামালপুর জেলা জাসাসের সাবেক প্রধান উপদেষ্টা, বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা আব্দুল্লাহ আল সাকী পান্না’র স্মরণে স্মরণ সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রবিবার শহরের সর্দারপাড়া আরাফাত রহমান কোকো স্মৃতি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিএনপিনেতা শাহ্ ওয়ারেছ আলী মামুন আরও বলেন, দীর্ঘ ১৬ বছর আমরা সংগ্রাম করছি। এই সংগ্রামের বিশেষ পরিণতির দিকে আমরা অগ্রসর হচ্ছি। এ অবস্থায় আগামী দিনে মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সকল পেশা শ্রেণীর মানুষ বিএনপির সাথে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রামে শরিক হওয়ার আহবান জানান তিনি। জামালপুর জেলা জাসাসের সভাপতি রেজভী আল জামালী রনজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাবীরুল হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জাসাসের সিনিয়র সহসভাপতি এডভোকেট রফিকুল ইসলাম জুলহাস।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট ফজলুল হক, সফিউর রহমান সফি, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিম, জেলা মহিলা দলের সভাপতি সেলিনা বেগম, সাধারণ সম্পাদক ছাইদা বেগম শ্যামা, সিনিয়র সহসভাপতি এডভোকেট দিলরুবা আক্তার, জেলা জাসাসের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মামুন সারগাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ওয়াজেদ আলী, সহসাংগঠনিক সম্পাদক মাসুম মিয়া প্রমুখ।পরে চলচ্চিত্র অভিনেতা আব্দুল্লাহ আল সাকী পান্নার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া শেষে ইফতারে অংশ নেন নেতৃবৃন্দ।