হবিগঞ্জ জেলা প্রতিনিধি।।
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর বহরা ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদকের ওপর হামলার অভিযোগে একই কমিটির সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ১টার দিকে মাধবপুর থানাধীন মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বহরা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে অভিযান চালিয়ে বহরা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীন আলম রিপন (৩৮) কে গ্রেফতার করে।
তিনি শ্রীধরপুর গ্রামের মো. আব্দুল মালেক মধুলালের পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় ইউনিয়ন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটিতে নিজের অনুসারীদের কম রাখা হয়েছে—এমন অভিযোগে শাহীন আলম রিপন দলবল নিয়ে সাধারণ সম্পাদক আমজাদ আলী শাহীনের ওপর হামলা চালান। এতে আমজাদ আলী শাহীন আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় বৃহস্পতিবার সকালে আহত আমজাদ আলী শাহীনের ভাই ইলিয়াস মিয়া বাদী হয়ে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার নম্বর ১৭/২০২৬।
মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।