সাপাহারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪টি পরিবারের পাশে দাঁড়ালেন ইউএনও সেলিম আহমেদ

সোমবার, আগস্ট ২৫, ২০২৫

 

স্টাফ রিপোর্টারঃ

নওগাঁর সাপাহার উপজেলার কাড়িয়া পাড়া গ্রামে সম্প্রতি ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি পরিবারের ঘরবাড়ি সম্পূর্ণভাবে পুড়ে যাওয়ার পর তাদের সহায়তা প্রদানের জন্য নিজ উদ্যোগে মানবিকতার হাত বাড়িয়ে দিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সেলিম আহমেদ।

গতকাল বিকেল সাড়ে ৫ টায় উপজেলা পরিষদ চত্বরে তিনি নিজ হাতে ১২ বান্ডিল ঢেউটিন, ৪ প্যাকেট শুকনো খাবার ও চাউল এবং নগদ ৩৬ হাজার টাকা পরিবারগুলোর মাঝে বিতরণ করেন।
ইউএনও সেলিম আহমেদ বলেন, “দুঃসময়ে মানুষকে সহায়তা করা আমাদের দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসে,তার জন্য আমরা সব রকম সহযোগিতা করব।”
ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকার মানুষ ইউএনও এর মানবিক সহায়তায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং এটিকে নতুন আশার আলো হিসেবে দেখছেন।