সাপাহারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর পাশে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ

মঙ্গলবার, আগস্ট ২৬, ২০২৫

 

স্টাফ রিপোর্টারঃ

নওগাঁর সাপাহার উপজেলার কাড়িয়াপাড়া গ্রামে সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে সাপাহার উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম চৌধুরী বেনুর নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত চারটি পরিবারকে আর্থিক সহায়তা হিসেবে নগদ ৪৫ হাজার টাকা ক্ষতিগ্রস্ত মাওলানা আলতাফ হোসেনের হাতে তুলে দেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম চৌধুরী বেণু, এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, সহ-সভাপতি ও পাতাড়ি ইউনিয়ন সাবেক চেয়ারম্যান তরিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আনসারী,সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা যুবদলের দলের আহ্বায়ক আক্কাস আলী, পাতাড়ী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল গফুর, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইমাম হোসেন রিফাত, সদস্য সচিব হাসান আলী, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ওয়ালিউল ইসলাম নাঈম সহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সহায়তা প্রদানকালে উপজেলা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম চৌধুরী বেনু বলেন, “দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির ঐতিহ্য। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কষ্টে আমরা ব্যথিত। বিএনপি সবসময় অসহায় মানুষের পাশে থাকবে।”

অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো পরিবারগুলো আর্থিক সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিএনপি নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।