
স্টাফ রিপোর্টারঃ
‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর সাপাহারে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের আয়োজনে বিভিন্ন ধর্মের ধর্মীয় প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি, সামাজিক সংগঠনের প্রতিনিধি, পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) সদস্যবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীদের নিয়ে উক্ত আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সেলিম আহমেদ। এতে সভাপতিত্ব করেন পিএফজি অ্যাম্বাসেডর ইব্রাহিম হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার দেলোয়ার হোসেন, জামায়তে ইসলাম বাংলাদেশ মনোনীত নওগাঁ-১ আসনে এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), উপজেলা জামায়াতের আমির আবুল খায়ের তরুণ, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আনসারী প্রমূখ।
এসময় শিক্ষানুরাগী নুরল হক মাস্টার, পিএফজির এলাকা সমন্বয়ক এস, এম শফিকুর রহমান, এলাকা সমন্বয়ক আছির উদ্দীন, অ্যাম্বাসেডর মোরশেদা পারভিন, সমন্বয়ক সাংবাদিক তছলিম উদ্দীন, সাংবাদিক বাবুল আকতারসহ খতিব, ইমাম, পুরোহিত, চার্জ ইনচার্জ, বিভিন্ন ধর্মীও সংগঠক ও প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় সাংবাদিকবৃন্দ, সাপাহার মাঊন ক্লাবের প্রতিনিধি, পিএফজি প্রতিনিধি ও সদস্যরা উপস্থিত ছিলেন।