সাপাহারে ইউএনও`র সাংবা‌দিক সম্মেলন

সোমবার, মার্চ ২০, ২০২৩

 

স্টাফ রিপোর্টার : আগামী ২২ মার্চ সারা দেশে এক‌যো‌গে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ-২ প্রকল্পের ৪র্থ পর্যায়ের ঘর উদ্বোধন উপল‌ক্ষে নওগাঁর সাপাহারে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল‌্যাহ আল মামুন।

সোমবার সকাল ১০ টায় উপ‌জেলা প‌রিষদ হলরু‌মে উপজেলা প্রশাস‌নের আয়োজনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী ক‌মিশনার ভূ‌মি শার‌মিন জাহান লূনা।

উপজেলা নির্বাহী অফিসার সাংবাদিকদের জানান, আগামী ২২ মার্চ ২০২৩ তারিখ মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশে একযোগে আশ্রয়ণ-২ প্রকল্পের ৪র্থ পর্যায়ের ঘর উদ্বোধন করবেন। সাপাহার উপজেলায় এ পর্যায়ে ৯৬টি ঘর উদ্বোধন কর‌বেন তিনি।

এ সময় জাতীয় দৈ‌নিক মাতৃজগত প‌ত্রিকার নওগাঁ জেলার ব‌্যু‌রো প্রধান ও সাপাহার প্রেসক্লাব সভাপ‌তি জুল‌ফিকার আলী সম্রাট, দৈ‌নিক ভো‌রের দর্পন প‌ত্রিকার উপ‌জেলা প্র‌তি‌নি‌ধি প্রদীপ সাহা, দৈ‌নিক যায়যায়দিন প‌ত্রিকার উপ‌জেলা প্র‌তি‌নি‌ধি ও সাপাহার উপ‌জেলা প্রেসক্লা‌বের সভাপ‌তি বাবুল আকতার সহ উপজেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।