সাপাহারে জমি নিয়ে বিরোধ একটি পরিবারের নারী পুরুষ কে মারপিট নির্যাতনের অভিযোগ 

বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫

 

স্টাফ রিপোর্টারঃ নওগাঁর সাপাহারে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে একটি অসহায় পরিবারের নারী পুরুষ কে মারপিট নির্যাতনের অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী উপজেলার গোয়ালা ইউনিয়নের হাপানিয়া শিয়ালমারী গ্রামের নুরুল হক শেখের স্ত্রী সাবিনা খাতুন(৫৫) বাদী হয়ে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দাখিল করেছে।

অভিযোগে জানাগেছে, হাপানিয়া মৌজার জেএল নং-১২,খতিয়ান নং-৩৫, হাল দাগ নং-৪৬,২৫৯ জমির পরিমাণঃ ০.৯৯ শতক সম্পত্তি তার স্বামী নুরুল ইসলাম ক্রয় সূত্রে প্রাপ্ত হয়ে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছে। প্রতিপক্ষ উক্ত সম্পত্তি জোরপূর্বক জবর দখল করার জন্য নানা ধরনের হুমকী ও ভয়ভীতি প্রদান করে। এরই একপর্যায়ে গত ১৩ এপ্রিল সকাল ১০ টার সময় প্রতিপক্ষগণ বেআইনি ভাবে তার ভোগ দখলিয় সম্পত্তি জোর পূর্বক জবর দখল করার জন্য আসে ও বাগানের আমগাছ, বেড়ার ক্ষতি সাধন করতে থাকে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাধা নিষেধ করলে প্রতিপক্ষের লোকজন দলবদ্ধ হয়ে বাঁশের লাঠি, হাসুয়া, লোহার রড, শাবল,কোদাল ইত্যাদি নিয়ে তাদেরকে মারপিট শুরু করে।

এসময় তার দুই পায়ের বিভিন্ন স্থানে আঘাত করে ও ডান পা মারাত্বক রক্তাক্ত

কাটা জখম হয়। তারা মাথার চুলের গোছা ধরে টানা হেচড়া করে প্রায় বিবস্ত্র ভাবে ম্লীলতা হানি ঘটায়। এ সময় তার আত্ম চিৎকার শুনে স্বামী ও সন্তানরা ঘটনাস্থলে ছুটে গেলে

হাতে থাকা লাঠি দিয়ে তারা ওই নারী সহ সবাইকে পিটিয়ে মারাত্বক রক্তাক্ত জখম করে। ছেলে মেয়ে স্বামী সহ পরিবারের সকল সদস্যের উপর অমানুষিক নির্যাতন চালিয়ে গুরুত্বর আহত করে। তাদের হাত থেকে প্রাণ বাঁচানোর জন্য আত্মচিৎকার করলে গ্রামের লোক জন দৌড়ে ঘটনাস্থলে এসে সবাইকে আহত অবস্থায় উদ্ধার করে

সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখানে নির্যাতিত মহিলা সাবিনা খাতুন, তার স্বামী নুরুল ইসলাম সন্তানগণ কিছুটা সুস্থ্য হওয়ার পর গতকাল বুধবার ঘটনার সাথে জড়িত মোঃ কবির মাস্টার (৫০), পিতা-মৃত আব্দুর রাজ্জাক, সাং- আলাদীপুর, মোঃ সিরাজুল ইসলাম (৩৫), পিতা-মৃত আতাবুর রহমান, মোঃ আনারুল ইসলাম (৪৫), পিতা-মোঃ আইনুল হক সহ ১৮ জনের বিরুদ্ধে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দাখিল করেছে। এ বিষয়ে প্রতিপক্ষের কবির মান্টারের সাথে কথা হলে তিনি জানান যে নালিশী সম্পত্তির প্রকৃত মালিক পোরশার জমিদার শাহগণ। তাদের ওয়ারিশদের নিকট থেকে তা ক্রয় করা হয়েছে। উপযুক্ত দলিল পত্র রয়েছে। তারা অবৈধ ভাবে দখল করে রেখেছে। উল্লেখিত নালিশী সম্পত্তি নিয়ে সৃষ্ট সংঘর্ষের ঘটনায় পৃথক পৃথক ভাবে থানায় অভিযোগ হয়েছে। ইতোমধ্যে দুজন পুলিশ কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।