সাপাহারে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

রবিবার, মার্চ ২৩, ২০২৫

 

 

স্টাফ রিপোর্টারঃ

জুলাই গণঅভ্যুত্থানে সাপাহার উপজেলার শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এন সি পি) এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে সদরের রাজ্যধর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন পার্টির সংগঠক বিশিষ্ট সমাজ সেবক মোঃ আইনুল হক। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ মোঃ আব্দুন নূর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ মোহাঃ আহম্মদ উল্লাহ। গণ অধিকার পরিষদের উপজেলা আহব্বায়ক মোঃ জসিম উদ্দিন, জাতীয় নাগরিক পার্টির উপজেলা আহব্বায়ক মোকতার হোসেন,উপজেলা সংগঠক শাজাহান সম্রাট, মোমিনুল হক,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা রিফাত হোসেন প্রমূখ।

ইফতার ও দোয়া মাহফিলে উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী,ছাত্রনেতা, শিক্ষক সহ জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত যোদ্ধাদের পরিবারে সদস্যগণ অংশ গ্রহণ করেন।