‘স্টাফ রিপোর্টারঃ
দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি’— এ প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর সাপাহারে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প, প্রাণিসম্পদ অধিদপ্তর এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। পরে অতিথিরা ফিতা কেটে বিভিন্ন প্রদর্শনী স্টল পরিদর্শন করেন। র্যালি ও স্টল পরিদর্শন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সপ্তাহব্যাপী প্রাণিসম্পদ কার্যক্রম ও প্রদর্শনীর শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ। সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম রাব্বানী।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাপলা খাতুন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ মনিরুজ্জামান টকি, সাপাহার থানার অফিসার ইনচার্জ আব্দুল আজিজ, যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, আইসিটি কর্মকর্তা মোস্তাকিম হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন, সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা ইসমাইল হোসেনসহ স্থানীয় খামারি, সংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা।