সাপাহারে ট্রাক্টর থেকে ছিটকে পড়ে এক কৃষক নিহত

বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৩

 

স্টাফ রিপোর্টারঃ নওগাঁর সাপাহারে মাঠে সরিষা আনতে গিয়ে ট্রাক্টর থেকে৷ ছিটকে পড়ে গিয়ে মোজাম্মেল হক (৫২) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার বিরামপুর গ্রামের অদুরে রাস্তার মোড় ঘুরতে গিয়ে দুর্ঘটনাটি ঘটেছে।

নিহতের পরিবার ও প্রত্যক্ষ দর্শি সূত্রে জানা গছে ঘটনার দিন সকালে সাপাহার উপজেলার আলাদীপুর গ্রামের মৃত আব্দুস সাত্তার এর ছেলে মোজাম্মেল হক ওই এলাকার জৈনক দেলোয়ার হোসেন মাস্টারের একটি ট্রাক্টর ভাড়া নিয়ে গ্রামের অদুরে হাপানিয়া মাঠে সরিষা আনতে যায়। রাস্তায় ট্রাক্টরটি বিরামপুর মোড়ের নিকটে দ্রুত গতিতে মোড়ের বাঁক ঘোরার সময় ট্রাক্টরের উপরে দাঁড়িয়ে থাকা মোজাম্মেল নিজকে সামলে রাখতে না পেরে ট্রাক্টর হতে ছিটকে নিচে পড়ে যায়। এসময় ট্রাক্টরের পিছনের চাকা তার বুকের উপর উঠে গিয়ে তাকে চাপা দিয়ে পার হয়ে যায়। মোজাম্মেল গুরুত¦র অসুস্থ্য হয়ে পড়লে তাকে সাপাহার হাঁসপাতালে নিয়ে আসার চেষ্টা করলে রাস্তায় তার মৃত্যু হয়। ঘটনার বিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) হাবিবুর রহমান এর সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন যে বিষয়টি আমরা শুনেছি এবং ঘটনা তদন্তে ফোর্স পাঠিয়েছি। ঘটনার বিষয়ে কাহারো কোন অভিযোগ না থাকায় থানায় কোন মামলা রেকর্ড হয়নি। পারিবারিক ভবে নিহতের লাশটি কবরস্থ করেছে বলেও তিনি জানিয়েছেন।