সাপাহারে নৌকার নির্বাচনী ক্যাম্পে মোটরসাইকেলে অগ্নিসংযোগ

শনিবার, ডিসেম্বর ৩০, ২০২৩

 

স্টাফ রিপোর্টার : নওগাঁর সাপাহার উপজেলার গোয়ালা ইউনিয়নের কৃষ্ণসদা গ্রামে রাস্তার পাশে রাখা একটি মোটরসাইকেল নৌকা প্রতিকের নির্বাচনী ক্যাম্পে নিয়ে অগ্নিসংযোগের ঘটনা সংঘটিত হয়েছে। এসময় ক্যাম্পের সামনে টাঙ্গানো পোস্টার ও ব্যানার পুড়ে যায়।

 

স্থানীয় সুত্রে জানা গেছে, ২৯ ডিসেম্বর শুক্রবার দিবাগত মধ্যে রাতে উপজেলার গোয়ালা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কৃষ্ণসদা গ্রামে নৌকা প্রতিকের নির্বাচনী ক্যাম্পের পার্শে এই গ্রামের মৃত এসতাব আলীর ছেলে মৎস্যচাষী ইলিয়াস হোসেন (৬০) তার বাজাজ সিটি মোটরসাইকেল টি রেখে অদুরে পুকুরে মাছ ধরতে যান। ২০ মিনিটের মধ্যে জেলেরা সেখানে আগুনের ধোয়া দেখতে পায়।

 

ঘটনাস্থলে লোকজন ছুটে গিয়ে দেখেন নৌকা প্রতিকের নির্বাচনী ক্যাম্পের বাহিরে রাখা মটরসাইকেলটি কে বা কাহারা নৌকা প্রতিকের নির্বাচনী ক্যাম্পের ভিতর রেখে মোটরসাইকেল আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।

 

এসময় ক্যাম্পের ভিতরে পরে স্থানীয় লোকজন আগুন নিযন্ত্রন করে। দুবৃত্তের আগুনে মোটরসাইকেলটি সম্পূর্ন পুড়ে ভস্ম হয়ে যায়। খবর পেয়ে৷ স্থানীয় আওয়ামীলীগের নেতা কর্মীগন ঘটনাস্থলে ছুটে আসেন।

শনিবার বেলা ১১টার দিকে সাপাহার উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেন, সাপাহার সার্কেল এ এস পি সবুজ হোসেন ও সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ দেব ঘটনাস্থল পরিদর্শন করেন।