সাপাহারে পাতাড়ী ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫

স্টাফ রিপোর্টারঃ নওগাঁর সাপাহার উপজেলার ৫ নং পাতাড়ী ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে আদাতলা দাখিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত উক্ত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ -১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তারুন্যের প্রতীক জননেতা এ্যাডভোকেট মাহমুদুস সালেহীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির,সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীন রাজনৈতিক ব্যাক্তিত্ব সর্বজন শ্রদ্ধেয় জননেতা অধ্যক্ষ মোঃ আব্দুন নূর,সাবেক যুগ্ম আহ্বায়ক কারা নির্যাতিত নেতা মোকলেসুর রহমান মুকুল, সাবেক আহ্বায়ক সদস্য আব্দুল কাহার মাস্টার,গোয়ালা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামান মাস্টার,উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক জয়নাল আবেদীন,সাবেক দপ্তর সম্পাদক বুলবল আহম্মেদ,

আইহাই ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক লুৎফর রহমান মাস্টার,শিরন্টি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক ইসমাইল হোসেন,পাতাড়ী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, মোশারফ হোসেন মাস্টার, আব্দুর রহিম,সাবেক ছাত্র নেতা প্রভাষক জুয়েল হক প্রমূখ।

ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাতাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুর রহমান।ইফতার ও দোয়া মাহফিলে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া সহ দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার আহ্বান জানানো হয়। একই সাথে পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে দোয়া-মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিলে সমাপ্তি হয় ।