
স্টাফ রিপোর্টারঃ
নওগাঁর সাপাহারে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বাদ দেওয়া সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২৪ জুলাই,বৃহস্পতিবার সকাল ১০টায় সাপাহার উপজেলা পরিষদের সামনে সাপাহার উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে ওই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সরাকরি এই সিদ্ধান্তকে বৈষম্য হিসেবে অভিহিত করা হয়।
অ্যাসোসিয়েশনের সভাপতি ইমাম আযম একাডেমির পরিচালক কাওসার তার বক্তব্যে বলেন গত ১৭ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় কেবল সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বৃত্তি পরীক্ষার সুযোগ রাখা হয়েছে। সাপাহারে প্রায় ৫ শতাধীক শিক্ষার্থী এই সিদ্ধান্তের কারনে ক্ষতিগ্রস্ত হবে।
সহ সভাপতি তিলনা আল ফালাহ একাডেমির পরিচালক শামসুল হক কচিকাঁচা কোমলমতি শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু দৃষ্টি কামনা করেন।
অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিউক্লিয়াস ক্যাডেট একাডেমির পরিচালক মিলন তার বক্তব্যে বলেন জুলাই আন্দোলন হয়েছিল বৈষম্যের প্রতিবাদে সেই বৈষম্য যদি এখনও শিক্ষার্থীদের মাঝে সৃষ্টি হয় তাহলে জুলাই আন্দোলন করে কি লাভ হলো। শিশুদের অধিকার আদায়ে আমরা আজ মানববন্ধন করছি যদি দাবী মানা না হয় তাহলে পরবর্তীতে বৃহৎ আন্দোলন করা হবে
এসময় উপজেলার সকল কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক ও শিক্ষক শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।
অবিলম্বে গৃহীত সিদ্ধান্ত প্রত্যাহার না হলে আগামী দিনে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে নেতৃবৃন্দ ঘোষনা দেন।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রেরন করা হয়।