সাপাহারে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

শুক্রবার, মার্চ ১৭, ২০২৩

 

 

স্টাফ রিপোর্টারঃ নওগাঁর সাপাহারে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।

শুক্রবারর সকাল সাড়ে ৯ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্তরে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদ হল রুমে বঙ্গবন্ধু’র জীবনী তুলে ধরে এবং জাতীয় শিশু দিবসের গুরোত্ব তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন। আলোচনা সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

 

এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লূনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাঃ রুহুল আমিন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাপলা খাতুন, থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম রাব্বানী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওমর আলী মোল্লা সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।