সাপাহারে বিএনপির বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

বুধবার, জানুয়ারি ২৮, ২০২৬

 

স্টাফ রিপোর্টারঃ

নওগাঁর সাপাহার গোয়ালা ইউনিয়ন বিএনপি আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে গোয়ালা ইউনিয়নের মিরাপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী মোঃ মোস্তাফিজুর রহমান। এতে সভাপতিত্ব করেন গোয়ালা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবুল হোসেন মেম্বার।

সভায় বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য মাহমুদুস সালেহীন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম চৌধুরী বেনু, সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু, সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুন নুর, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, সাবেক যুগ্ম আহ্বায়ক মোকলেছুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আনসারী, শফিকুল ইসলাম, সহ-সভাপতি বদিউজ্জামান ও কাহার মাস্টার।

এছাড়াও সভায় উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা সভায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত করতে ধানের শীষ প্রতীকে ভোট এবং সকলের সহযোগিতা কামনা করেন।