
স্টাফ রিপোর্টারঃ
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গৌরব ঐতিহ্য সংগ্রাম সাফল্য ও অগ্রযাত্রায় ১সেপ্টেম্বর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁ সাপাহার উপজেলা বিএনপির আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪ টায় উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম চৌধুরী বেনুর নেতৃত্বে জয়পুর রাজ্যধর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ হতে একটি বিশাল আনন্দ র্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্ট মুক্ত মঞ্চের সামনে গিয়ে শেষ হয়। পরে মোঃ রফিকুল ইসলাম চৌধুরী বেনুর সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি এবং নওগাঁ-১ (সাপাহার, পোরশা, নিয়ামতপুর) আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য ডাঃ সালেক ইচৌধুরী তার বক্তব্য প্রদান করেন।, এসময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আলহাজ্ব ইঞ্জি: মোঃ খালেদ হাসান (পাহিন) চৌধুরী, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আনসারী, শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন রিফাত, সদস্য সচিব হাসান আলী, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি বাবলুর রহমান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুর রহমান, সহ-সভাপতি রেজাউল করিম মাস্টার, সহ-সভাপতি তরিকুল ইসলাম চেয়ারম্যানসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তাদের বক্তব্য প্রদান করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বিএনপি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করছে। জনগণের অধিকার আদায়ে এ দলের ত্যাগ ও সংগ্রামের ইতিহাস গৌরবময় অধ্যায়।
আলোচনা শেষে দেশের শান্তি, সমৃদ্ধির জন্য তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সকলের প্রতি আহব্বান জানানো হয়।