সাপাহারে ভাংচুর লুটপাট ও কলাবাগান কেটে ফেলার অভিযোগ 

বুধবার, এপ্রিল ১৬, ২০২৫

স্টাফ রিপোর্টারঃ

নওগাঁর সাপাহারে জমি জমা সংক্রান্ত বিরোধে প্রকাশ্য প্রতিপক্ষের নির্মাণাধীন ঘর ভাংচুর লুটপাট ও গাছপালা কেটে ফেলার অভিযোগ উঠেছে।

স্থানীয় থানায় দাখিলকৃত অভিযোগ সুত্রে জানা গেছে, সাপাহার উপজেলার মুংরইল মৌজাস্থ খতিয়ান নং-১০৯, দাগ নং-৪৯৪ জমির পরিমান ২৪ শতাংশ সম্পত্তি ২৩২৭নং দলিলে গত ইং-১৪/০৮/২০২৪ সালে একই এলাকার সিদ্দিকুর রহমান গং ক্রয় করে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিল। প্রায় ৪ মাস পূর্বে উক্ত সম্পত্তিতে তিনি পাকা বাড়ী ঘর তৈরির কাজ শুরু করেন। বাড়ীর নির্মান কাজ চলমান থাকা কালে । প্রতিপক্ষের লোকজন ওই সম্পত্তি জোরপূর্বক দখলের জন্য তাঁকে নানা ধরনের হুমকী ও ভয়ভীতি প্রদান করে আসছিল। তারা বিভিন্ন সময়ে বাড়ী ভাংচুরের পাঁয়তারা করিতে থাকে। একপর্যায় গত ১৫ এপ্রিল মঙ্গলবার সকাল ৯ টার সময় প্রতিপক্ষের লোকজন ওই সম্পত্তি জোর পূর্বক জবর দখল করার জন্য বে-আইনি

জনাতায় দলবদ্ধ হয়ে হাতে, লাঠি,লোহার রড, হাসুয়া, দা, কোদাল কার্তা, ফার্সা ইত্যাদি দেশীও অস্ত্র নিয়ে অনধিকার

প্রবেশ করে। তারা হামলা মারপিটের উদ্যোগ গ্রহণ করে চারপাশ থেকে তাকে ঘিরে ধরে খুন জখমের হুমকি দেয়।এসময় তিনি প্রাণ ভয়ে দৌড়ে পালিয়ে আত্মরক্ষা করেন। এসময় প্রতিপক্ষের লোকজন নির্মানাধীন পাকা বাড়ীর ১১ টি পুটিং পিলারের সমূদয়

রড ড্রীল মেশিন দিয়ে কর্তন করে এবং ১টি টিনের ঘর ভাংচুর সহ প্রায় ১২ হাজার ইটের খোয়া ১ ট্রাক বালি প্রকাশ্য লুট করে নিয়ে যায়। তারা নির্মানাধীন পাকা বাড়ীর পিলার কর্তন সহ আনুমানিক

৩,৯৫,৫০০/- টাকার ক্ষতিসাধন করেছে। একই সময়ে আব্দুল মালেক নামের অপর এক ব্যক্তির কলা বাগানে তন্ডব চালয়ে প্রায় শতাধীক কলাগাছ কেটে বিপুল পরিমান ক্ষতি সাধন করেছে। এ ঘটনায় জড়িত, মোঃ রশিদুল (৬০), পিতা-মৃত

মোকবুল হোসেন,মোঃ মাহাজারুল ইসলাম (৪৫), পিতা-মৃত মমির উদ্দীন, মোঃ সাইদুর রহমান

(৬৫), পিতা-মৃত জমির উদ্দীন, মোঃ হারুন (৪০), পিতা-মৃত আঃ হাই,মোঃ আবুল হোসেন (৪৫),

পিতা-মৃত অবেদ আলী, মোঃ সাদি (৪৫), পিতা-মৃত দবির উদ্দীন,মোঃ সেলিম হোসেন (৪০), পিতা-

মোঃ মকবুল হোসেন মোঃ মাইনুর রহমান (৪০), পিতা-মৃত জমির উদ্দীন,মোঃ তসলিম উদ্দীন (৪৫),পিতা-মৃত মমির উদ্দীন, মোঃ সহরাব আলী (৩৫), পিতা-দিল মোহাম্মদ, মোঃ আরিফ হোসেন

(৩০), পিতা-মোঃ মনছুর আলী, মোঃ লিটন (২৫), পিতা-মোঃ আজিজুল হক, মোঃ বাবু (৩৫),

পিতা-মৃত ধনী,মোঃ ফিরোজ হোসেন (২৭), পিতা-মোঃ রফিকুল ইসলাম,মোঃ মিষ্টার আলী (৩০),

পিতা-মৃত ছইফর রহমান, সর্ব সাং-মুংরইল, থানা-সাপাহার, জেলা-নওগাঁগণ সহ অজ্ঞাতনামা ১০/১২ জনের বিরুদ্ধে ভুক্তভোগী সিদ্দিকুর রহমান ও আব্দুল মালেক বাদী হয়ে থানায় অভিযোগ দাখিল করেছে।

এ বিষয়ে প্রতিপক্ষের রশিদুল হকের সাথে কথা হলে তিনি বলেন যে স্থানীয় মাদ্রাসার নামীয় সম্পত্তি তারা বিগত পতিত সরকার আমলে দখল করে নিয়েছিল সেটি স্থানীয় লোকজন উদ্ধার করেছে।

সাপাহার থানার অফিসার ইনচার্জ আব্দুল আজিজ অভিযোগের বিষয়ে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন।