স্টাফ রিপোর্টারঃ ‘স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর সাপাহারে ‘ভূমিসেবা সপ্তাহ-২০২৩’ উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকাল ১১ টায় ভূমি মন্ত্রনালয়ের উদ্যোগে উপজেলা ভূমি অফিস চত্বরে ২২ মে থেকে ২৮ মে পর্যন্ত ভূমিসেবা সপ্তাহ এর ফিতা কেটে শুভ উদ্বোধন ঘোষনা করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা।
এসময় বীর মুক্তিযোদ্ধা ওমর আলী মোল্লা, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মান্নান, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাগণ সহ ভূমি মালিকগণ উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা জানান, ভূমি সেবাকে সাধারণ মানুষের নিকট আরও সহজলভ্য করার লক্ষ্যে বেশকিছু সেবা ইতোমধ্যে ডিজিটালাইজেশন করেছে ভূমি মন্ত্রণালয়। এসবের মধ্যে উল্লেখযোগ্য ই-নামজারি,
অনলাইন/ডিজিটাল ভূমি উন্নয়ন কর, ১৬১২২ কলসেন্টার, কিয়স্কের মাধ্যমে ভূমিসেবা, ডিজিটাল জরিপ, অনলাইনে জলমহালের আবেদন, ল্যান্ড ডাটা ব্যাংক। এসব ভূমিসেবা জণগনের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষে ২২ মে থেকে ২৮ মে পর্যন্ত ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে সাপাহার উপজেলার ৩ টি ইউনিয়ন ভূমি অফিসে স্মার্ট ভূমিসেবার মূল অংশীজন হিসেবে জনগণকে সম্পৃক্ত করা, স্মার্ট ভূমিসেবা বিষয়ে সবাইকে অবগত করা এবং ভূমি সেবা পাওয়ার ক্ষেত্রে নিজ নাগরিক অধিকারের ব্যাপারের সবার মাঝে
সচেতনতা বৃদ্ধি করাই আমাদের মূল লক্ষ্য। এছাড়াও সপ্তাহব্যাপী উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসসমূহে ডিজিটাল সেবাসমূহ/ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে পরামর্শ প্রদান করা হবে। সেবাপ্রার্থীদের নিজ তথ্যাদিসহ উপস্থিত হওয়ার পরামর্শ দেন তিনি।