
স্টাফ রিপোর্টারঃ
নওগাঁর সাপাহার উপজেলায় মদনশিং ও আদর্শ গ্রাম ফ্রেন্ডস্ ক্লাবের উদ্যোগে আয়োজিত একদিনব্যাপী মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার মদনশিং ফুটবল মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন সাপাহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু)। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ১নং সাপাহার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আসরাফুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ জয়নাল আবেদীন, সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ মোঃ বদিউজ্জামান (স্বপন)। ১নং সাপাহার ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রশিদ, নওগাঁ জেলা যুবদলের সদস্য জুয়েল হোসেন, সাপাহার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন, সাপাহার হাতিম ফার্নিচার প্রতিনিধি সাজেদুল হক প্রমূখ।
এছাড়াও যুবদল, ছাত্রদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল সহ বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
টুর্নামেন্ট উপলক্ষে সকাল থেকেই মাঠে স্থানীয় ক্রীড়ামোদীদের আগমন দেখা যায়। আয়োজক ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, যুব সমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য।
দিনব্যাপী এ টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর চমৎকার খেলা উপভোগ করেন হাজারো দর্শক। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে সাপাহার ফুটবল একাদশ বনাম নজিপুর ফুটবল একাদশ মুখোমুখি হয়। বিকেলে ফাইনাল খেলায় গাঁঞ্জাকুড়ি ফুটবল একাদশ বনাম পাতাড়ি একাদশ তুমুল লড়ায়ের পর ২-০ গোলে জয় তুলে নেয় পাতাড়ি ফুটবল একাদশ। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠিত উক্ত ফুটবল টুর্নামেন্ট আয়োজনে সার্বিক সহযোগিতা করেন হাতিম ফার্নিচার সাপাহারের স্বত্তাধীকারী সাজেদুর রহমান সাজু, সাপাহার ইউনিয়ন বিএনপির ৫ নং ওয়ার্ড শাখার সভাপতি রুস্তম আলী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আতোয়ার রহমান।