সাপাহারে মেধাবী শিক্ষার্থীদোর মাঝে পুরস্কার বিতরণ

সোমবার, জুলাই ২৮, ২০২৫

 

স্টাফ রিপোর্টারঃ

পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (SEDP), মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় নওগাঁর সাপাহার উপজেলায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
২৮ জুলাই সোমবার বিকেল ৩ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার মোঃশাহাদৎ হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আবিদা সিফাত, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃশামসুল কবির,মাধ্যমিক শিক্ষা মনিটরিং অফিসার মোঃ আমিনুল ইসলাম,উপজেলা মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি ও সরফতুল্লাহ মাদরাসার সুপার মাওলানা মোঃ মোসাদ্দেক হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও গোয়ালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম,মরাডাঙ্গা ময়না কুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান বিএসসি,উমইল মোহাম্মদদিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা জাহিদুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন পোরশা উপজেলা একাডেমিক সুপার ভাইজার কনক রঞ্জন।

উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত শিক্ষার্থী, তাদের অভিভাবকগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে অনুষ্ঠিত এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষায় সর্বোচ্চ নম্বরে উত্তীর্ণ মেধাবী ৩৮ জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি নির্বাহী অফিসার সেলিম আহমেদ বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ মুগ্ধ ও আবু সাঈদ এর মত প্রতিবাদী হিসেবে নিজকে গড়ে তোলা ও শিক্ষা অর্জন করে নিজকে মানুষ হিসেবে গড়ে তোলার আহব্বান জানান। সম্প্রতি মাইলস্টোন স্কুল এন্ড কলেজের বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানের সভাপতি জেলা শিক্ষা অফিসার মোঃ শাহাদৎ হোসেন বলেন,আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যত, শিক্ষা অর্জনের মাধ্যমে মেধার বিকাশ ঘটিয়ে তোমরা একদিন দেশ ও জাতীর কর্ণধার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে। তোমাদের হাত ধরেই আগামীর বাংলাদেশ হবে বৈষম্যমুক্ত বাংলাদেশ।

এ অনুষ্ঠান শিক্ষার্থীদের মাঝে উৎসাহ সৃষ্টি করেছে এবং আগামী দিনে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা যোগাবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।