
সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ
সাপাহারে রিক`র উদ্যোগে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।
“একদিন তুমি পৃথিবী গড়েছো আজ আমি স্বপ্ন গড়বো সযত্নে তোমায় রাখবো আগলে” শীর্ষক প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিভিন্ন কর্মসুচি পালনের মধ্যে দিয়ে সাপাহারে ৭ই অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৫ পালিত হয়েছে।
বে-সরকারী উন্নয়ন সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) প্রায় দুই যুগ ধরে নিজস্ব তহবিল থেকে অর্থ ব্যায় করে দেশের প্রবীণদের কল্যাণে বিভিন্ন কর্মসুচী বাস্তবায়ন করে আসছে।
যার মূল লক্ষ্য হচ্ছে দরিদ্র এবং দুস্থ প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অবদান রাখা। প্রবীণ কল্যাণ কর্মসূচি’ এর আওতায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে রিক সাপাহার এরিয়ার উদ্যোগে মঙ্গলবার সকাল ১১টায় সাপহার উপজেলা সদরে বর্ণাঢ্য র্যালী,উপজেলা পরিষদের সামনে মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার এরিয়া ম্যানেজার মোঃ ইমরান আলী,ম্যানেজার মোঃ ইউনুস আলী,উপজেলা প্রোগ্রাম অফিসার (রিক) মোঃ আরিফুল ইসলাম রনি, প্রবীন কমিটির সাপাহার ইউনিয়ন সভাপতি মকবুল হোসেন, গোয়ালা ইউনিয়ন কমিটির সভাপতি হাসান আলী প্রমূখ।
সহ সংস্থার এরিয়া ও বিভিন্ন শাখা পর্যায়ের কর্মকর্তা,জন প্রতিনিধি, সমাজসেবী ও সাংবাদিকগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।