সাপাহারে শিরন্টি ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত 

শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫

 

স্টাফ রিপোর্টার : নওগাঁর সাপাহার উপজেলার শিরন্টি ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার বিকেলে খন্জনপুর বালিকা বিদ্যালয় মাঠে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী কৃষকদল শিরন্টি ইউনিয়ন শাখার সভাপতি রাশেদুল ইসলাম রাশেদ।

উল্লেখ্য যে বাংলাদেশের সংখ্যা গরিষ্ট কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি আলহাজ্ব আব্দুল মজিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুর রহমান,উপজেলা বিএনপির আহবায়ক সদস্য আব্দুল্লাহ আনসারী,শিরন্টি ইউনিয়ন বিএনপির আহবায়ক আক্কাস আলী,যুগ্ন আহবায়ক বাবুল আকতার,ইসমাইল হোসেন,মোশারফ হোসেন, ইউনিয়ন বিএনপি নেতা সামেদুল ইসলাম,আলহাজ্ব আমিনুল ইসলাম সরকার, কৃষক দলের সাধারণ সম্পাদক হারেস আলী,যুবদল সভাপতি ডাঃ নিয়ামত আলী,সাধারন সম্পাদক আহসান হাবিব,ছাত্রদল নেতা হাসান আলি প্রমূখ। এসময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীগণ সেখানে উপস্থিত ছিলেন।