সাপাহারে শেখ রাসেলের ৬০ তম জন্মদিন পালন

বুধবার, অক্টোবর ১৮, ২০২৩

স্টাফ রিপোটারঃ নওগাঁর সাপাহা‌রে বাঙালি জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের ক‌নিষ্ঠ পুত্র শেখ রা‌সে‌লের ৬০ তম জন্ম‌দিন পালন হয়েছে ।

মঙ্গলবার সকাল ১২ টায় উপ‌জেলা প্রশাস‌নের আ‌য়োজ‌নে উপ‌জেলা প‌রিষদ মিলনায়তনে শেখ রা‌সেলের ৬০ তম জন্ম‌দিন উপল‌ক্ষে শেখ রা‌সে‌লের প্রতিকৃ‌তি‌তে পুস্পমাল‌্য অর্পন করা হয়। পরে ‌উপজেলা চত্বর থেকে র‍্যালি বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে এসে মিলিত হয়। দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও শেখ রা‌সেল সহ বঙ্গবন্ধু প‌রিবা‌রের সকল শহীদ‌দের মাগ‌ফেরাত কামনায় বিশেষ দোয়া অনু‌ষ্ঠিত হয়।
উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার আব্দুল‌্যাহ আল মামু‌নের সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ভার্চুয়ালী প্রধান অ‌তিথী হি‌সেবে উপ‌স্হিত ছি‌লেন গণপ্রজাতন্ত্রী বাংলা‌দেশ সরকা‌রের মাননীয় খাদ‌্যমন্ত্রী বীর মু‌ক্তি‌যোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন সহকারী কমিশনার ভূমি সারমিন জাহান লুনা ভাইস চেয়ারম‌্যান আব্দুর রশিদ, ও নার্গিস সরকার,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহা, রুহুল আমিন,অফিসার্স ইনচার্জ ওসি হুমায়ুন কবির ,উপ‌জেলা কৃ‌ষি অ‌ফিসার কৃ‌ষিবিদ শাপলা খাতুন, সা‌বেক মু‌ক্তি‌যোদ্ধা কমান্ডার ওমর আলী মোল্লা, সাপাহার উপজেলা আওয়ামী লী‌গের সাধারন সম্পাদক মাসুদ রেজা সারোয়ার,কৃ‌ষি সম্প্রসারণ অ‌ফিসার ম‌নিরুজ্জামান টকি, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম সহ উপ‌জেলার সকল দপ্ত‌রের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক- শিক্ষার্থীগণ উপ‌স্থিত ছি‌লেন।

আ‌লোচনা শে‌ষে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্গন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী‌দের মা‌ঝে পুরস্কার বিতরন করা হয়।