স্টাফ রিপোর্টারঃ নওগাঁর সাপাহার উপজেলার হাপানিয়া আন্ধার দিঘী গ্রামে দুর্ঘটনায় ভুটভুটি চালক আলমগীর হোসেন (২৬) নিহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টায় আলমগীর তার ভুটভুটি নিয়ে সীমান্ত সংলগ্ন চকচকির মাঠ থেকে সরিষা বোঝাই করে বাড়ি ফিরছিলেন। পথে তার চলন্ত ভুটভুটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং সরিষা বোঝায় ভুটভুটির নিচে চাপা পড়েন তিনি।
উল্টে যাওয়া ভুটভুটির নিচে চাপা পড়া অবস্থায় আলমগীরকে স্থানীয় কৃষকরা উদ্ধার করেন, কিন্তু ঘটনাস্থলে তার মৃত্যু হয়।পরে তাকে মৃত অবস্থায় বাড়িতে নিয়ে আসা হয়।
নিহত আলমগীর হোসেন হাপানিয়া আন্ধার দিঘী গ্রামের মোঃ জমশেদ আলীর ছেলে।সংবাদ পেয়ে সাপাহার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।