সাপাহারে ৩১ দফা বাস্তবায়নে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ

বৃহস্পতিবার, অক্টোবর ১৬, ২০২৫

 

স্টাফ রিপোর্টারঃ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ বাস্তবায়নের লক্ষ্যে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে নওগাঁ-১ (সাপাহার, পোরশা ও নিয়ামতপুর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও সাবেক সংসদ সদস্য ডাঃ মো. সালেক চৌধুরীর নেতৃত্বে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে সাপাহার সদর থেকে শতাধিক মোটরসাইকেল বহর নিয়ে তিলনা ইউনিয়নের উদ্দেশে যাত্রা শুরু করে। পরে তিলনা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ আলমের সভাপতিত্বে তিলনা বাজার ও আশপাশের এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন এবং সংক্ষিপ্ত পথসভা করেন।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ডাঃ মোঃ সালেক চৌধুরী বলেন, “দেশে চলমান অরাজকতা বন্ধ ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নই আমাদের মূল লক্ষ্য। বিনা ভোটে কাউকে নির্বাচিত হতে দেওয়া হবে না—জনগণ যাকে ভোট দেবে, সেই হবে প্রকৃত জনপ্রতিনিধি।”

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মোঃ রফিকুল ইসলাম চৌধুরী বেনু, সিনিয়র সহসভাপতি আব্দুর রহিম, সহসভাপতি আব্দুর রহমান কল্লোল, তরিকুল ইসলাম চেয়ারম্যান ও রেজাউল করিম মাস্টার, সহসাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আনসারী ও শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক রবিউল ইসলাম রবি,পাতাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কালাম আজাদ, তিলনা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ আলম,সাধারন সম্পাদক আব্দুর রাকিব,উপজেলা ছাত্রদলের সদস্যসচিব হাসান আলীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ।