
স্টাফ রিপোর্টার: নওগাঁর সাপাহার উপজেলার রোদগ্রাম মৌজায় ৫৮০টি বারি-৪ আমগাছ ও প্রায় ১ হাজার ৪০০টি মিষ্টি কুমড়াগাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাতে দুর্বৃত্তরা এ ঘটনাটি ঘটায়। জমির মালিক সাখোয়াত হোসাইন জানান, রোদগ্রাম মৌজার ১৭২নং খতিয়ানের ১৬১নং দাগে ১.৮৪ একর জমি দলিল ও ওয়ারিশানসূত্রে পেয়ে তার মা পোরশা উপজেলার পুরইল গ্রামের মৃত আব্দুর রশিদ শাহ্ এর স্ত্রী ফাতেমা খাতুন,তার বড় ভাই হাসান শাহ্ ও তিনি নিজে ভোগ দখল এবং চাষাবাদ করে আসছিলেন। কয়েকমাস পূর্বে তারা ওই জমিতে ৫৮০টি বারি-৪ আমগাছ এবং প্রায় ১ হাজার ৪০০টি মিষ্টি কুমড়াগাছ রোপন করেন। কিন্তু ৩০ থেকে ৩৫জনের একটি দুর্বৃত্তের দল শুক্রবার রাতে সম্পুন্ন গাছ উপড়ে ফেলেছেন। এতে তার প্রায় দুই লক্ষাধীক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান। এবিষয়ে তিনি পোরশা বাঁশবাড়ি গ্রামের মৃত বশিরুল হক শাহর এর ছেলে মোজাম্মেল হক শাহ্ তার ছেলে শিব্বির আহম্মেদ শাহ্, রোদগ্রাম ও কোঁচপুর গ্রামের আরো ৮জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩০-৩৫ জনের বিরুদ্ধে সাপাহার থানায় অভিযোগ করেছেন বলে জানান। এ বিষয়ে প্রতিপক্ষের মোজাম্মেল হক শাহ সাথে কথা হলে তিনি বলেন ওই সম্পত্তি পৈত্রিক সুত্রে প্রাপ্ত হয়ে নিজ নামে খারিজ খাজনাদী সম্পাদন করে প্রায় ৪০/৫০ বছর ধরে ভোগ দখলে আছেন এমতাবস্থায় সম্প্রতি ওই সম্পত্তিতে তার বপনকৃত সরিষা ফসল নষ্ট করে জবর দখলে নিয়ে সাখাওয়াত আম গাছ রোপন করেছিল। তার বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ করা হয়েছে। এবিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ আব্দুল মালেক অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।