
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁ জেলার দ্বিতীয় বৃহত্তম শিক্ষা প্রতিষ্ঠান সাপাহার সরকারি কলেজ শাখা ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত মঙ্গলবার (২০ মে) সন্ধ্যায় কেন্দ্রীয়ভাবে এই কমিটি অনুমোদন দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন সাপাহার উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাসান আলী।
তিনি জানান, গত ১৫ মে কেন্দ্রীয় টিম-১৬ এবং নওগাঁ জেলা ছাত্রদলের নেতৃবৃন্দের উপস্থিতিতে কলেজ শাখার সম্ভাব্য কমিটি গঠনের লক্ষ্যে যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এর পরিপ্রেক্ষিতে ২০ মে নওগাঁ জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া হোসেন জাকির এবং সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহা ৩০ সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন।
নবঘোষিত কমিটিতে ওয়ালিউল ইসলাম নাইমকে সভাপতি, রিপন হাসানকে সাধারণ সম্পাদক এবং মো. ইকবাল হাসান মাহমুদকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
জানা গেছে, এ আংশিক কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা কমিটির কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।