সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক গ্রেফতার

বৃহস্পতিবার, জুলাই ২৪, ২০২৫




জাতির সংবাদ ডটকম।
‎সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেফতার করেছে গোয়েন্দা শাখা (ডিবি)। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ৮টার দিকে ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

‎ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

‎তিনি জানান, সকাল ৮টার দিকে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে ডিবি কার্যালয়ে নেয়া হবে। তার বিরুদ্ধে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

‎২০১০ সালের ৩০ সেপ্টেম্বর দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন খায়রুল হক। ২০১১ সালে ১৭ মে ৬৭ বছর পূর্ণ হওয়ায় অবসর গ্রহণ করেন তিনি।

‎আওয়ামী লীগ সরকারের শেষ সময় খায়রুল হক ছিলেন আইন কমিশনের চেয়ারম্যান। ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর ১৩ আগস্ট তিনি আইন কমিশন থেকে পদত্যাগ করেন।