শহীদ আহমদ খান।।
সিলেটকে একটি উন্নত শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন সিলেট-১ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, সিলেটের মানুষের বেকারত্ব ঘুচানোর জন্য ব্যাপকভারে শিল্প কলকারখানা স্থাপন ছাড়া কোন বিকল্প নেই।
সিলেটের বিভিন্ন মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন খন্দকার আব্দুল মুক্তাদির। সোমবার (২৪ নভেম্বর) সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত সিলেটের খাদিমপাড়া ইউনিয়নের বাইপাস, দাসপাড়া, পরগনা ও পীরের বাজারে গণসংযোগ করেছেন তিনি।
এসময় খন্দকার আব্দুল মুক্তাদির আরো বলেন, সিলেট প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর অঞ্চল। অগ্রাধিকার ভিত্তিতে পর্যটনভিত্তিক অবকাঠামোগত উন্নয়ন করা হবে। এছাড়া শুষ্ক মৌসুমে পানির ব্যবস্থা করে কৃষিখাতে বিপ্লব ঘটানো হবে। শিক্ষিত তরুণ ও যুবসমাজকে প্রশিক্ষণের মাধ্যমে আইটি ও কৃষিখাতে কাজে লাগানো হবে। আইটি পার্ককে পরিকল্পিত ও বাস্তবসম্মতভাবে ব্যবহার করে আইটি খাতে দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলা হবে।
তিনি বলেন, সারা দেশের মধ্যে সিলেটকে করে তোলা হবে অনন্য, অনুকরণীয়। তবে তার আগে কাজ হলো- সবাইকে ঐক্যবদ্ধভাবে সিলেট-১ আসনে ধানের শীষকে বিজয়ী করতে হবে।
খন্দকার মুক্তাদিরদের সাথে এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও জোন-৫ এর সমন্বয়ক এমদাদ হোসেন চৌধুরী, মহানগর বিএনপি নেতা নেহার রঞ্জন দাস, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জোন-৫ এর সমন্বয়ক সিদ্দিকুর রহমান পাপলু, খাদিমপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি চেয়ারম্যান বদরুল ইসলাম আজাদ, জেলা বিএনপির উপদেষ্টা ইসলাম উদ্দিন ও মকবুল আলী, জেলা বিএনপির সদস্য জাহেদুল ইসলাম জাহাঙ্গীর, খাদিমপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফয়জুর রহমান, সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসেন নাদিম, জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক জি এম বাপ্পি, জেলা তাতীদলের যুগ্ম-আহবায়ক মো. হানিফ, খাদিমপাড়া ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হুসেন আহমদ দুলাল, ২ নং ওয়ার্ড সভাপতি শহীদ আহমদ, ৩ নং ওয়ার্ড সভাপতি মস্তোফা মিয়া, সহ-সভাপতি লিয়াকত আলী, ৪ নং ওয়ার্ড সভাপতি আব্দুল খালিক, ৫ নং ওয়ার্ড সভাপতি লিটন আহমদ, ৬ নং ওয়ার্ড সভাপতি কামাল আহমদ, ৭ নং ওয়ার্ড সভাপতি সুলেমান আহমদ, ৮ নং ওয়ার্ড সভাপতি আব্দুল মালিক, ৯ নং ওয়ার্ড সভাপতি নিজাম উদ্দিন মেম্বার, সদর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সুফিয়ান আহমদ সবুজ ও বিএনপি নেতা আব্দুল মান্নান প্রমুখ।
এদিকে, রবিবার (২৩ নভেম্বর) রাতে সিলেট মহানগরের লালদিঘীরপাড় পুরাতন হকার্স মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খন্দকার আব্দুল মুক্তাদির।
এতে সভাপতিত্ব করেন ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার হোসেন। মার্কেটের ব্যবসায়ী মঞ্জুর আহমদ ও সাব্বির আহমদের যৌথ পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন- মহানগর বিএনপির নির্বাচিত সভাপতি নাসিম হোসেইন, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহজান আহমদ, ব্যবসায়ী আব্দুল জলিল, শাহেদ আহমদ, শামিম আহমেদ প্রমুখ।
দুপুরে হযরত শাহজালাল (রহ.) উচ্চ বিদ্যালয়ে শিক্ষার-শিক্ষিকাদের সাথে খন্দকার আব্দুল মুক্তাদিরের মতবিনিময় সভায় মিলিত হন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক খছরুজ্জামান তাপাদারের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক স্বপন চন্দ্র নাথের পরিচালনায় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, খাদিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আজাদুর রহমান আজাদ, সাবেক কাউন্সিলর নাদিম হোসেন, সাইফুল ইসলাম।
স্কুলের শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন, মো. জুয়াদ খান, মো. মোস্তাফিজুর রহমান, মো. আব্দুল মান্নান, মো. আখতার হোসেন, মো. সুলতানা, খায়রুন নাহার, নেলুমুন্নেছা খানম, লুৎফুর রহমান, আব্দুল আলী, মো. জামাল, মো. শাহিন মিয়া, মাহবুব আলম, সিজনী, কাজল দেবনাথ, বিকাশ ভূষন দাস, নাজমুল ইসলাম পলাশ, মিজানুর রহমান, গুলশানারা, মনি, ইশরাত জাহান, রওশনারা, মাখন চন্দ্র নাথ প্রমুখ।