সিইসি’র সাথে বৈঠকে এবি পার্টি: নির্বাচনী আচরণবিধি মানা ও আইনশৃঙ্খলা রক্ষায় ছাত্রদের স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগসহ ৯ দফা প্রস্তাব

বুধবার, আগস্ট ২০, ২০২৫

 

জাতির সংবাদ ডটকম।।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)’র সাথে তাঁর কার্যালয়ে আনুষ্ঠানিক বৈঠক করে আজ ৯ দফা প্রস্তাবনা তুলে ধরেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব‍্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সহ সিনিয়র নেতারা এই বৈঠকে অংশ নেন। এসময় এবি পার্টির নেতৃবৃন্দ আসন্ন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ‍্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নির্বাচনী আচরণবিধি মানা ও রক্ষায় ছাত্রদের স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব দেওয়ার প্রস্তাব করেন। তারা নির্বাচনী ব‍্যয় কমানো ও অহেতুক উত্তেজনাপূর্ণ জনসমাগম নিরুৎসাহিত করার লক্ষ‍্যে রিটার্নিং অফিসারের উদ‍্যোগে সকল প্রার্থীদের নিয়ে নির্বাচনী প্রচারণা চালানোর আহবান জানান। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনসহ নির্বাচন কমিশনের উর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

এবি পার্টির পক্ষ থেকে উপস্থাপিত ৯ দফায় আরও বলা হয়; দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের উচ্চকক্ষ নির্বাচনে পিআর পদ্ধতি অনুসরণ করা না গেলে উচ্চকক্ষের ব‍্যবস্থা না রাখা এবং সেক্ষেত্রে নিম্নকক্ষে ন্যুনতম ১০০ আসনে ভোটের সংখ্যানুপাতিক (Proportional Representation – PR) ব্যবস্থা প্রণয়ন করা, প্রবাসে বসবাসরত বাংলাদেশীদেরকে প্রবাসে থেকে ভোটাধিকার প্রদানের অধিকার নিশ্চিত ও দ্বৈত নাগরিকদের জাতীয় ও স্থানীয় সকল নির্বাচনে প্রার্থী হবার অধিকার নিশ্চিত করা, ভোটকেন্দ্র গুলোকে প্রার্থীদের প্রভাবমুক্ত রাখতে ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করে অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ভোট কেন্দ্রের বর্তমান সংখ্যা হ্রাস এবং বড় মাঠ সহ শিক্ষা প্রতিষ্ঠান, অন্যান্য প্রতিষ্ঠান, স্টেডিয়াম, খেলার মাঠ ইত্যাদি স্থানসমূহে ভোটকেন্দ্র স্থাপন, মডেল নির্বাচনী ক্যাম্পেইন গাইডলাইন প্রনয়ন, নির্বাচন কমিশনের আয়োজনে প্রার্থীদের মধ্যে সরাসরি বিতর্কের (Public Debate) ব্যবস্থা রাখা, নির্বাচন কমিশনকে গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনতামূলক প্রচারণা চালানো।  শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে তরুণ ভোটারদের জন্য বিশেষ প্রচারাভিযান এবং শিক্ষামূলক প্রোগ্রামের আয়োজন করা।
সিইসি এবি পার্টির প্রস্তাবসমূহ মনযোগ দিয়ে শোনেন এবং আগামী ফেব্রুয়ারিতে  অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সকলের সহযোগিতা কামনা করেন।
বৈঠক শেষে উপস্থিত গণমাধ্যম কর্মীদের সামনে এবিষয়ে বক্তব্য রাখেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব‍্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এসময় আরও  উপস্থিত ছিলেন এবি পার্টির ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অবঃ) দিদারুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ব‍্যারিস্টার নাসরীন সুলতানা মিলি, ব্যারিস্টার সানী আব্দুল হক, যুবপার্টির সদস্য সচিব হাদিউজ্জামান খোকন, মহানগর উত্তরের আহবায়ক সেলিম খান,  সদস্য সচিব সামিউল ইসলাম সবুজ, সহকারী সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) শাহজাহান ব্যাপারী, কেন্দ্রীয় নেতা আবু রাইয়ান রছি, যুবপার্টি ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব শাহিনুর আক্তার শীলা, দক্ষিণের সদস্য সচিব মাসুদুর রহমান, নারী নেত্রী ইসরাত জাহান, সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ, সহকারী অর্থ সম্পাদক আবু বকর সিদ্দিক,  সহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।