শহীদ আহমদ খান।।
সিলেটে প্রথমবারের মতো সেলফ সার্ভিস সেন্টার (ইলেকট্রনিক বুথ) চালু করেছে পূবালী ব্যাংক পিএলসি। মঙ্গলবার (১১ নভেম্বর) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ( সিকৃবি) ক্যাম্পাসে পূবালী ব্যাংক পিএলসি শাহী ঈদগাহ শাখার অধীনে এই ইলেকট্রনিক বুথের আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবির ভিসি প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম বলেন, সেলফ সার্ভিস সেন্টার চালু করার জন্য সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে বেছে নেয়ায় পূবালী ব্যাংককে ধন্যবাদ জানাই। ২৪ ঘন্টা খোলা থাকায় এই বুথের মাধ্যমে আমরা সহজেই টাকা প্রেরণ ও উত্তোলনসহ সকল প্রকার সুযোগ সুবিধা গ্রহণ করতে পারবো। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী,কর্মকর্তা, কর্মচারীসহ এখানকার অন্যান্য প্রতিষ্ঠানের সবাই ও আশপাশের লোকজন এখান থেকে সেবা নিতে পারবেন। সবদিক থেকে বিবেচনা করে আজকের দিনটি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য স্মরণীয় ও বরণীয় হয়ে থাকবে।
বিশেষ অতিথির বক্তব্যে মোহাম্মদ আলী বলেন, সেলফ সার্ভিস সেন্টার মূলত একটি ডিজিটাল ব্যাংকিং কনসেপ্ট। এর মাধ্যমে গ্রাহক বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন এর মাধ্যমে লগইন করে ব্যাংকিং এর সকল কার্যক্রম পরিচালনা করতে পারবেন। এখানে গ্রাহক কাগজপত্র ছাড়াই ইলেকট্রনিক্যালি একাউন্ট ওপেন এবং সাথে সাথে ডেবিট কার্ড পেয়ে যাবেন। পৃথিবীর পরিবর্তনের সাথে সাথে ডিজিটাল ব্যাংকিং সিস্টেম চালু করে পূবালী ব্যাংক গ্রাহকদের আরো দ্রুত ও দক্ষতার সাথে সেবা দিতে পারবে। তিনি আরো বলেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এর সাথে আমাদের পার্টনারশিপ আছে এবং এটি দীর্ঘস্থায়ী হবে। আমরা ইতিমধ্যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়কে একটি বাস প্রদান করেছি। সকল প্রকার মহতী কাজে আমাদের কন্ট্রিবিউশন অব্যাহত থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-এলাহী, পরিচালক (অর্থ ও হিসাব) প্রফসর ড. রুহুল আমিন, রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ আসাদ-উদ্ দৌলা, প্রক্টর প্রফেসর ডঃ জসিম উদ্দিন আহমদ, পরিচালক (ছাত্র উপদেষ্টা) প্রফেসর ডঃ সামীউল আহসান তালুকদারসহ পরিচালকবৃন্দ, প্রফেসর ও চেয়ারম্যানবৃন্দ ও সকল অনুষদের কর্মকর্তাবৃন্দ।
পূবালী ব্যাংক পিএলসির পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান, সিলেট পূর্বাঞ্চলের প্রধান ও উপ-মহাব্যস্থাপক মো. ফজলুল কবীর চৌধুরী, সিলেট পশ্চিমাঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো. রুহুল আমিন, মৌলভীবাজার অঞ্চলের প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো. মুশফিকুর রহমান, হবিগঞ্জ অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক সাম্বারু চন্দ্র মোহন্ত, সিলেট শাখা প্রধান ও উপ-মহাব্যবস্থাপক প্রদ্যোৎ কান্তি দাশ, দরগাহগেট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোসা. মাকসুদা বেগম, সিলেট পূর্বাঞ্চলের আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক উজ্জ্বল হালদার ও মো. মাহবুব আহসান, সিলেট পশ্চিমাঞ্চলের আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক সমরেন্দ্র নাথ রায়, সুনামগঞ্জ শাখার সহকারী মহা ব্যবস্থাপক মাহমুদ উন নবী, সিলেট স্টেডিয়াম শাখার সহকারী মহা ব্যবস্থাপক ফসিহ উদ্দিন মাহতাব, শাহী ঈদগাহ শাখার ব্যবস্থাপক সহুল আবিদ চৌধুরী প্রমুখ।