সিডিপি’র উদ্যোগে জলমা বটিয়াঘাটায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

মঙ্গলবার, ডিসেম্বর ১০, ২০২৪

 

জাতির সংবাদ ডটকম।।

আজ মঙ্গলবার সকালে জার্মান ভিত্তিক দাতা সংস্থা ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড এর আর্থিক সহায়তায় পরিচালিত ‘প্রোমোটিং জেন্ডার-সেনসিটিভ ক্লাইমেট রেজিলিয়েন্স এন্ড ইফেক্টিভ ক্লাইমেট গভর্নেন্স থ্রো লোকালি-লিড ক্লাইমেট রেজিলিয়েন্ট ডেভেলপমেন্ট মডেল (প্রোসিড)’ প্রকল্পের আর্থিক সহায়তায় সিডিপি’র উদ্যোগে মল্লিকের মোড়, জলমা, বটিয়াঘাটায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২৪ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা আয়োজন করা হয়। উক্ত র‍্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ আশিকুজ্জামান আশিক, সভাপতিত্ব করেন জলমা ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক জনাব আবুল কালাম আজাদ, সঞ্চালনা করেন সিডিপি’র অ্যাসিট্যন্ট ম্যানেজার (মনিটরিং এন্ড লার্নিং) খোকন সিকদার। উক্ত র‍্যালী ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন, জলমা ইউনিয়নের শতাধিক নারী, পুরুষ, বৃদ্ধ জনসাধারণ। প্রধান অতিথি বলেন, স্থানীয় সম্পদ এবং পরিষেবায় দরিদ্র জনগোষ্ঠীর অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করতে পারলেই আজকের মানবাধিকার দিবস উদযাপন সার্থক হবে। সভাপতি বলেন, স্থানীয় পর্যায়ের সকল পরিষেবায় বিশেষকরে ইউনিয়ন পরিষদের যে সকল সেবা রয়েছে তার সবগুলোতে সকলের সমান অধিকার নিশ্চিত করা হবে। তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে আরও বলেন, আপনারা সকলে আমাদের ইউনিয়ন পরিষদে আসবেন, কোন প্রকার অর্থ ছাড়াই সকল ধরনের সেবা প্রদান করতে আমরা বদ্ধ পরিকর। র‍্যলী ও আলোচনার শুরুতে জনাব খোকন সিকদার স্বাগত বক্তব্য প্রদান করেন। তিনি আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপনের বিষয়বস্তু ও সিডিপি কেন এই দিবসটি পালন এর বিষয়ে গুরুত্বারোপ করেছে সে বিষয়টি সম্পর্কে তুলে ধরেন। তিনি বলেন, স্থানীয় সরকারি সম্পদ ও পরিষেবায় সাধারণ জনগনের অধিকার নিশ্চিতকরনের বিষয়ে সকল পক্ষের এগিয়ে আসতে হবে। সীমীত সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে স্থানীয় নাগরীকের চাহিদা পূরনে সকল রাজনৈতিক দলের এবং প্রশাসনের ইতিবাচক মনোভাব পোষণ করা সময়ের দাবি। এসময় আরও উপস্থিত ছিলেন, সিডিপি’র এস, এম, এ রহিম, প্রবীর পালিত, ইন্দিরা ভট্টাচার্য্য, ফাতেমা তুজ্জোহরা, ভলান্টিয়ার মীম খাতুন, দুলালী বৈরাগী, স্বপ্না রায়, মিতুয়া বৈরাগী প্রমূখ।