নিজস্ব প্রতিবেদকঃ
সিরাজদিখান উপজেলার বাসাযিল ইউনিয়নের ১নং ওয়ার্ড কুন্দুলিয়া ভাসানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাদক ইভটিজিং এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচি পালিত হয়েছে। শনিবার ৩১ অক্টোবর এলাকার স্থানীয় প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই মতবিনিময় সভা পালিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ৫ নং বাসাইল ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার কবির হোসেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আনোয়ার পারভেজ।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ আবু বক্কর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পলাশ পুর গ্রামের বাসিন্দা মোঃ আলির ছেলে মুন্সিগঞ্জ জেলা গন অধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব রাসেল হাসান। এতে অন্যানের মধ্যে আরো উপস্থিত ছিলেন সিরাজি খান থানা পুলিশের পলাশপুর ক্যাম্প ইনচার্জ
সিদ্দিকুর রহমান। কয়েক শত গ্রামবাসীর উপস্থিতিতে আয়োজিত এই কর্মসূচিতে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মুন্সিগঞ্জ জেলা শাখার সদস্য দিলবার হোসেন। বাসায় ইউনিয়ন ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিন্নাত আলী, বাসাইল ইউনিয়ন যুবদল নেতা জমির আলী, স্থানীয় সমাজ সেবক আলতাব হোসেন, আক্তার হোসেন, মোঃ রুবেল, সিরাজুল ইসলাম শিমুল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার পারভেজ বলেন, মাদকের বিষয়ে জিরো টলারেন্স গ্রহণ করা হয়েছে মানে এটা সত্যি জিরো টলারেন্স হবে। এই গ্রামের কোন বাসিন্দা মাদক ব্যবসা কিংবা মাদক সেবন করলে আপনারা পুলিশকে অবহিত করবেন, আমরা তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণ করব, এছাড়াও মাদক প্রতিরোধে এলাকাবাসীকে সচেতনতা সৃষ্টির পরামর্শ দেন এই পুলিশ কর্মকর্তা।
মুন্সীগঞ্জ জেলা গণধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব তার বক্তব্যে এলাকার মাদক বাল্যবিবাহ ইভটিজিং সহ নানা সমস্যার কথা তুলে ধরেন। এ থেকে পরিত্রাণ পেতে তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর সুদৃষ্টি কামনা করেছেন।