জাতির সংবাদ ডটকম।। ঢাকার ধামরাইয়ে নবীনগর গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ গৃহবধূ জোসনা বেগম (২৫) মারা গেছেন। এর আগে ও্ই একই পরিবারের দুই বছর বয়সী শিশু মরিয়ম মারা যান। এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল দুইজনে।
আজ মঙ্গলবার ভোর ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় জোসনা বেগমের মৃত্যু হয়। তার শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছিল।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে বর্তমানে চিকিৎসা নিচ্ছেন জোসনা বেগমের স্বামী মনজুরুল (৩২),হোসনা (৩০) এবং সাদিয়া (১৮)। দগ্ধ বাকি তিনজনের অবস্থাও গুরুতর। হাসপাতালের মর্গে মৃতদেহটি রাখা হয়েছে।