
মুমিন আহমদ মারুফ (সিলেট প্রতিনিধি):
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের ১৮ জন উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে সিলেটের দু’জন পুলিশ কর্মকর্তার নাম রয়েছে।
বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে অন্যতম হলেন, সিলেট রেঞ্জের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. আজিজুল ইসলাম (বিপি-৭২০৫১২১৫৫০)। তাকে বদলি করে ঢাকায় পুলিশ অধিদপ্তরে অতিরিক্ত ডিআইজি পদে নিয়োগ দেওয়া হয়েছে।
আরেকজন সিলেটের উর্ধ্বতন কর্মকর্তা যাকে বদলি করা হয়েছে, তার নাম ও দায়িত্বের বিষয়টি এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রশাসনিক কারণে এই রদবদল করা হয়েছে।