সিলেটে মুক্তি পাচ্ছে অভিনেতা কেউরি কামালের নতুন নাটক ‘দুই কোলে দুই নদী’

সোমবার, অক্টোবর ১৩, ২০২৫

 

শহীদ আহমদ খান, সিলেট জেলা প্রতিনিধি।। 

সিলেটের নাট্যঙ্গনের পরিচিত মুখ যুব সংগঠক ও অভিনেতা মোঃ কামালের নাটক ‘দুই কোলে দুই নদী’। নাটকটি পরিচালনা করছেন মোঃ কামাল ও নাটকটি রচনা করেছেন বিশিষ্ট কথা সাহিত্যিক রফিকুল ইসলাম শামীম এবং প্রযোজনা করেছেন মোঃ জাকির হোসেন।

নাটকটিতে অভিনয় করেছেন মোঃ কামাল, মোঃ জাকির হোসেন, শাহ মো. আলী রব, সেলিনা বেগম, জুই, মিলাদ আহমদ, বর্তমানে সময়ের তরুণ অভিনেত্রী ও মডেল সুরাইয়া জান্নাত সহ অনেকেই।

নাটক প্রসঙ্গে মো: কামাল বলেন, সিলেটে ‘নতুন নাটক মুক্তির খবরে আমি দারুণ উচ্ছ্বসিত। মনোরম পরিবেশে নাটকটি চিত্রায়িত হয়েছে। তিনি বলেন, তরুণ নির্মাতারাও এখন বিভিন্ন গল্পনির্ভর কাজ নিয়েই দর্শকের সামনে আসছেন। আমিও গতানুগতিক গল্পের বাইরে নাটকটি নির্মাণ করার চেষ্টা করেছি। নাটকটিতে তুলে ধরা হয়েছে তরুণ প্রজন্মের বতর্মান প্রেমের প্রেক্ষাপট। আশা করছি দর্শক স্বাচ্ছন্দে এটি উপভোগ করবেন।’ আগামী শনিবার (১৮ অক্টোবর) সিলেটি নাটক ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে এই নাটকটি।