সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ইংরেজি স্কলার্স হান্টের উৎসব

শনিবার, মার্চ ৮, ২০২৫

জাতির সংবাদ ডটকম।।

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাঝে ইংরেজি স্কলার্স হান্টের সিলেকশন রাউন্ডে আজ শনিবার ১২ টায় এক উৎসব অনুষ্ঠিত হয়েছে। কলেজ ক্যাম্পাসে সকাল থেকেই হাজারো শিক্ষার্থীর উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে কলেজ প্রাঙ্গণ। জুনিয়র (৬ষ্ঠ-৮ম শ্রেণি) ও সিনিয়র (৯ম-১২তম শ্রেণি) স্কলার্স—দুই ক্যাটাগরিতে সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ আয়োজনে অংশ নেয়। স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয় এই রাউন্ড।

 

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ক্যাম্পাসের এডভাইজরস ই ই ই বিভাগের প্রধান জনাব শাহিদ ইকবাল, সিএসই বিভাগীয় প্রধান জনাব আবু নাসের সহকারী শিক্ষকবৃন্দ এবং English Scholars Hunt-এর ফাউন্ডার ও কনভেনার নাবিলা মেহজাবীন হল পরিদর্শন করেন।অংশগ্রহণকারীদের মাঝে সৃজনশীলতা ও মনোযোগ লক্ষ্য করে তারা সন্তোষ প্রকাশ করেন। অভিভাবকদের প্রতিক্রিয়াতেও ফুটে উঠে ইতিবাচক সাড়া। উক্ত রাউন্ড থেকে বাছাইকৃত *শীর্ষ ৫০০ জন* শিক্ষার্থী গ্র্যান্ড ফাইনালে অংশ নেবে। পরবর্তীতে মাস্টার, এডভান্সড ও প্রফিশিয়েন্ট স্কলার নির্বাচন করা হবে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে। সিলেটের বিশ্ববিদ্যালয়ভিত্তিক শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এই ইভেন্টে স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রতিযোগীরা ইংরেজি ভাষায় দক্ষতা প্রদর্শনের সুযোগ পায়। English Scholars Hunt এর ফাউন্ডার & কনভেনার নাবিলা মেহজাবীন জানান, “শিক্ষার্থীদের মাঝে ইংরেজি ভাষাজ্ঞান ও আত্মবিশ্বাস বৃদ্ধিই এই আয়োজনের মূল লক্ষ্য। অংশগ্রহণকারীদের উদ্যম আমাদের প্রত্যাশা ছাড়িয়েছে।” আগামী গ্র্যান্ড ফাইনালে আরও বড় আয়োজনের প্রতিশ্রুতিতে উজ্জ্বল এই প্রতিযোগিতার পথচলা।