সিলেট প্রতিনিধি।।
সিলেট চৌকিদেখিস্থ কবি’র নিজ বাস ভবন জেনেত কটেজ, ১৬৬/বি রংধনুতে স্থাপিত মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা, যুক্তরাজ্যের বিশিষ্ট বর্ষীয়ান রাজনীতিবিদ, কমিউনিটি’র নেতা কবি ও লেখক আবুল বশর আনসারী’র লেখা কবিতা ‘পবিত্র সিলেট ভূমি এবং কি সুন্দর চৌকিদেখি’ ফলক পরিদর্শন করেন ‘পবিত্র সিলেট ভূমি এবং কি সুন্দর চৌকিদেখি’ ফলক সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের নেতৃবৃন্দদের নিয়ে পরিদর্শন করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শহিদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন এলাকার মুরব্বি কাজী দিদার মিয়া, সাংবাদিক নুরউদ্দিন রাসেল, ফাউন্ডেশনের সিনিয়র কার্যকরি সদস্য সুলতানা জান্নাত, কার্যকরি সদস্য আব্দুল মালেক, সদস্য খালেদ আহমদ, সিপন আহমদ, হেলেন বেগম, সোমা আক্তার, রুবিনা বেগম, দিপা বেগম, রিয়া বেগমসহ প্রমুখ।