সিলেট নগরীতে পানি উন্নয়ন বোর্ডের সামনে অবৈধ বাস পার্কিং, দুর্ভোগে সাধারণ পথচারী ও যাত্রীরা

মঙ্গলবার, সেপ্টেম্বর ৩০, ২০২৫

 

মুমিন আহমদ মারুফ, সিলেট প্রতিনিধি:

 

সিলেট নগরীর উত্তর কাজীটুলা এলাকায় পানি উন্নয়ন বোর্ডের সামনে প্রতিদিন ১০ থেকে ২০টি বাস অবৈধভাবে পার্কিং করে রাখা হচ্ছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, এই বাসগুলো দিনের পর দিন রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখায় সড়কে চলাচল বিঘ্নিত হচ্ছে এবং প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে।

এলাকার বাসিন্দাদের দাবি, বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থীদের চলাফেরায় চরম অসুবিধার সৃষ্টি হচ্ছে। প্রতিদিন বিভিন্ন যানবাহনের ধাক্কায় শিক্ষার্থীরা দুর্ঘটনার শিকার হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়।

প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন রুটের বাস এই এলাকায় এসে দাঁড়িয়ে থাকে। বাস ড্রাইভাররা পার্কিং সুবিধার কথা বলে এখানে গাড়ি রেখে দেন। অথচ সড়ক আইন অনুযায়ী ব্যস্ত নগরীর গুরুত্বপূর্ণ সড়কে এভাবে গাড়ি পার্কিং সম্পূর্ণ নিষিদ্ধ।

স্থানীয়রা জানান, হঠাৎ রাস্তার পাশে বাস থামিয়ে রাখা হলে মোটরবাইক, রিকশা ও অন্যান্য যানবাহন চালকদেরও সমস্যার মুখে পড়তে হয়। এতে যানজট সৃষ্টি হওয়া ছাড়াও পথচারীদের নিরাপত্তা হুমকির মুখে পড়ে।

সচেতন নাগরিকদের দাবি, অবৈধ পার্কিং নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। পাশাপাশি বাস মালিক ও ড্রাইভারদেরও দায়িত্বশীল হতে হবে, যাতে নগরীর সড়কে স্বাভাবিক চলাচল ও শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত হয়।