সীমান্তে নতুন উত্তেজনা: কম্বোডিয়ার সেনা তাড়াতে অভিযানে থাইল্যান্ড

মঙ্গলবার, ডিসেম্বর ৯, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক:বিরোধপূর্ণ সীমান্ত এলাকায় নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ায় থাইল্যান্ড জানিয়েছে, তাদের ভূখণ্ডে অনুপ্রবেশ করা কম্বোডিয়ার সেনাদের সরিয়ে দিতে তারা এরইমধ্যে পদক্ষেপ শুরু করেছে। দুই দেশের মধ্যে সহিংসতা বাড়তে থাকায় প্রাণহানির সংখ্যাও আবার বাড়ছে বলে জানিয়েছে রয়টার্স।

চার মাস স্থিতাবস্থা চলার পর গত রোববার থেকে সীমান্ত এলাকায় ফের সংঘাত শুরু হয়েছে দক্ষিণপূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে। সংঘাতের দু’দিনে ইতোমধ্যে দু’দেশে নিহত হয়েছেন অন্তত ৭ জন।

নিহত এই ৭ জনের মধ্যে ৬ জন কম্বোডিয়ার একজন থাইল্যান্ডের। কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, সর্বশেষ সোমবার রাতে সীমান্ত এলকায় থাই বাহিনীর ছোড়া গোলায় নিহত হয়েছেন ২ জন বেসামরিক। এর ফলে সংঘাতের দু’দিনে মোট নিহত বেড়ে পৌঁছেছে ৬ জনে। আর থাইল্যান্ডে নিহত হওয়া ব্যক্তি দেশটির সেনাবাহিনীর সদস্য।

এদিকে বেসামরিক লোকজনের ওপর হামলার নিন্দা জানিয়ে সোমবার রাতে এক বিবৃতিতে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত বলেছেন, “থাইল্যান্ড সার্বভৌমত্ব পুনরুদ্ধারের নাটক সাজিয়ে কম্বোডিয়ার সাধারণ বেসামরিক গ্রামবাসীদের ওপর হামলা চলাচ্ছে। এটা গ্রহণযোগ্য নয়।”

এদিকে মঙ্গলবার সকালে এক বিবৃতিতে থাইল্যান্ডের নৌবাহিনীর জানিয়েছে, দেমটির উপকূলবর্তী ত্রাত প্রদেশের জলসীমায় কম্বোডিয়ার সেনা উপস্থিতি টের পেয়ে তাদের ধাওয়া দিয়েছে থাই নৌ সেনারা। এতে কম্বোডীয় বাহিনীর সদস্যরা পিছু হটতে বাধ্য হয়েছে।