সুখ পাখি

শনিবার, মে ৬, ২০২৩

 

।।  মরিয়ম লিপি   ।।

 

একটা সুখ পাখি কিনা আনসিলাম

বিনা পয়সায়

সে এখন উড়াল দিবার চায়!

পাখা তার যতই করি ছোট

চায় না থাকিতে পরাণে আর

 

এই মনে ঐ মনে সে বার বার বসত করবার চায়

বাঁধা দিয়া তারে কতবার মনের আড়ালে

বাইন্ধা রাখা যায়?

তাই দিলাম ছাইড়্যা সুখ পাখিটারে

যেন সে উড়াল দিবার পারে।

 

সুখে থাইকো সুখ পাখি

মিলন কইরো মনের মত মন ধরি,

ভালোবাসা যার একবার হয় মন থাইক্যা

সেই মনে আর কেউ আইতে পারে না

জানিয়া বুঝিয়া বাঁধিও মন

আমার মতন কইর‍্যা ঠকতে যাইও না আর

 

ঠইক্যা যাওয়া মন কত পুড়ে

যার পুড়ে শুধুই সেই বুঝে,

যে পুড়ায় সে আড়ালেই থাকে

সুখের যমুমায়,

সেই সুখ চিরসুখ নয়

বুঝিতে তার বহু সময় চইল্যা যায়,

চারিপাশে তার শুধুই হাহাকার

কইবার জইন্যে বুক ফাইট্যা যায়

তবুও কেউ থাকে না পাশে তার!

বলা’র মত পায়না কাউরেই আর!

সুখ পাখি

হায়রে! আমার সুখ পাখি!