সুনামির আঘাতে সৈকতে ভেসে এলো বিশালাকার ৪ তিমি, বন্দর ক্ষতিগ্রস্ত

বুধবার, জুলাই ৩০, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার কামচাটকা উপদ্বীপের উপকূলে অতি শক্তিশালী ৮ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে সমুদ্র ও উপকূলীয় জনপদ। ভূমিকম্পটির তীব্রতা এতটাই বেশি ছিল যে, তাৎক্ষণিকভাবে ৩ থেকে ৪ মিটার উচ্চতার বিশাল সুনামি ঢেউ সৃষ্টি হয়, যা রাশিয়া ও জাপানের উপকূলজুড়ে আছড়ে পড়ে।

জাপানের সরকারি সম্প্রচার সংস্থা এনএইচকে-র তথ্যে জানা গেছে, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০:৪০ মিনিট নাগাদ হোক্কাইডো শহরের উপকূলে প্রথম সুনামি তরঙ্গ আছড়ে পড়ে। তরঙ্গের উচ্চতা ছিল প্রায় ৩০ সেন্টিমিটার।

বিশেষজ্ঞদের মতে, সুনামির প্রভাবে উপকূলীয় জলে হঠাৎ করে জলস্তর কমে গেলে এবং স্রোতের দিক পাল্টে গেলে তিমিরা বিশৃঙ্খল অবস্থায় উপকূলে উঠে আসতে পারে। গভীর সমুদ্রে সাধারণত সুনামির প্রভাব পড়ে না। কিন্তু উপকূলে পৌঁছানোর আগে পানি যেভাবে টেনে নেয়, তাতে তিমি ও অন্যান্য সামুদ্রিক প্রাণীরা দিক হারিয়ে উপকূলে উঠে আসতে বাধ্য হয়।

জাপানের প্রশাসনের তরফে উপকূলবর্তী ও নদীর ধারে থাকা সব বাসিন্দাদের দ্রুত উচ্চভূমি বা নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সতর্কবার্তায় বলা হয়েছে, সুনামির কারণে ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। উপকূল ও নদী সংলগ্ন অঞ্চল থেকে অবিলম্বে নিরাপদ স্থানে সরে যান। সুনামি তরঙ্গ বারবার আঘাত হানতে পারে। সতর্কতা প্রত্যাহার না হওয়া পর্যন্ত নিরাপদ স্থানে থাকুন।

এদিকে, রাশিয়ার দূর প্রাচ্য অঞ্চলেও ইতিমধ্যেই সুনামির জল ঢুকে পড়েছে বলে খবর পাওয়া গেছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস