
জাতির সংবাদ ডটকম।।
“সুপারনিউমারারি পদোন্নতি” তে ২০২৪ এর সর্বশেষ হালনাগাদ ফিটলিস্টে অন্তর্ভুক্ত থাকা ৩৩ বিসিএস এর একাংশকে ন্যায্যতার আলোকে সহকারী অধ্যাপক পদে অন্তর্ভুক্ত করার দাবিতে মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।
লিখিত বক্তব্যে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের রক্তের বিনিময়ে, বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণে, বাক স্বাধীনতা ফেরার নতুন সূর্যোদয়ের মাধ্যমে আমরা পেয়েছি বৈষম্যবিরোধী অন্তর্বর্তীকালীন সরকার। বৈষম্য বিরোধী সমাজ বিনির্মাণে আত্মাহুতি দানকারী সকল শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ও আহতদের আশু রোগমুক্তি কামনা করছি। আজ নতুন সূর্যোদয়ের এই বাংলাদেশে নোবেল বিজয়ী মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনুস স্যারকে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে পেয়ে আমরা ধন্য, যিনি রাষ্ট্র সংস্কার ও বৈষম্য দূরীকরণে সর্বদা নিমজ্জিত।
চিকিৎসা মানুষের মৌলিক অধিকারের মধ্যে অন্যতম। দেশের অভ্যন্তরে বিশেষায়িত চিকিৎসাসেবা পাওয়া আপামর জনগণের অধিকার। কিন্তু বিগত ফ্যাসিবাদ সরকারের সময়ে জনগণের বিশেষায়িত চিকিৎসা সেবা নিশ্চিতকারী বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ ছিলেন পদোন্নতি বঞ্চিত এবং হতাশাগ্রস্থ। ফলশ্রুতিতে সাধারন জনগনের স্বাস্থ্যসেবা হয়েছে বাধাগ্রস্থ, অধিকার হয়েছে ক্ষুন্ন, বিশেষায়িত চিকিৎসাসেবার জন্য জনগণ হয়েছিল ভারতমুখী। জনগনের বিশেষায়িত চিকিৎসাসেবা নিশ্চিতকরণে মুখ্য অবধারক বিশেষজ্ঞ চিকিৎসকগণ দীর্ঘদিন যাবত আছেন পদোন্নতি বঞ্চিত।
দেশের ২৬টি বিসিএস ক্যাডারে কর্মরত সরকারি কর্মকর্তাদের কাজের দক্ষতা ও চাকুরীর বয়সসীমা বৃদ্ধির সাথে পদোন্নতি প্রদান করা হয়। তবে পদোন্নতি যোগ্য কর্মকর্তার তুলনায় যদি শুন্যপদ কম থাকে তবে বিভিন্ন ক্যাডারে সুপারনিউমারারী পদ সৃজন করা হয়। কিন্তু স্বাস্থ্য ক্যাডারে পদোন্নতির সকল যোগ্যতা থাকা সত্ত্বেও বিশেষজ্ঞ চিকিৎসকগণের অনেকেরই মেডিকেল অফিসার হিসেবে কেটে যায় চাকুরীজীবন। চিকিৎসা খাতে সংস্কারের অংশ হিসেবে আপনার নির্দেশনায় স্বাস্থ্য উপদেষ্টা ও বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান স্যারের প্রচেষ্টায় বিশেষজ্ঞ চিকিৎসকগণের সুপারনিউমারারি পদোন্নতির উদ্যোগ গ্রহণ করা হয়। আমরা এই পদক্ষেপকে জানাই আন্তরিক সাধুবাদ।
উল্লেখ্য যে স্বাস্থ্য অধিদপ্তরের ২২/১০/২০২৪ইং তারিখের প্রজ্ঞাপন অনুযায়ী ২০২৪ সালের অক্টোবর মাসের ২৭তারিখের মধ্যে সকল পদোন্নতি যোগ্য স্বাস্থ্য কর্মকর্তাকে অনলাইনে HRIS (Human Resource Information System) এ তথ্য হালনাগাদ করতে বলা হয়। পরবর্তীতে HRIS এর প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ডিসেম্বর মাসে বিভিন্ন সাবজেক্টের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি যোগ্য বিশেষজ্ঞ চিকিৎসকদের ফিটলিস্ট প্রকাশ করা হয়। ২০২৪ সালের সর্বশেষ হালনাগাদ ফিটলিস্টের যোগ্য স্বাস্থ্য কর্মকর্তাদের মোট সংখ্যার উপর ভিত্তি করে ৭৫০০ সুপারনিউমারারি পদ সৃজনের মাধ্যমে পদোন্নতির আশ্বাস দেয়া হয়, যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এরই ধারাবাহিকতায় ৩টি ধাপে ফিটলিস্টে অন্তর্ভুক্ত ৩৩ বিসিএস পর্যন্ত পদোন্নতি যোগ্য বিশেষজ্ঞ চিকিৎসকদের নাম সহকারী অধ্যাপক পদে পদোন্নতির জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রেরণ করা হলেও ২০২৪ সালের সর্বশেষ ফিটলিস্ট থেকে ৩৩ বিসিএস এর সহকারী অধ্যাপক পদোন্নতি যোগ্য প্রায় ৫০০ জন বিশেষজ্ঞ চিকিৎসককে অন্যায়ভাবে বঞ্চিত করা হচ্ছে। অথচ ২০২৪ ফিটলিস্টে যোগ্য সবার সংখ্যা হিসেব করেই এই সুপার নিউমারারির সুপারিশ করা হয়েছিল। কিন্তু এখন বৈষম্যের শিকার করা হয়েছে ৩৩ বিসিএস এর কিছু সংখ্যক চিকিৎসককে।
ফিটলিস্টে নাম আসার জন্য তথ্য প্রদানের ডেড লাইন ২৭/১০/২০২৪ তারিখ হলেও অনেকেই অনিয়ম করে ২০২৫ সালের জানুয়ারি, ফেব্রুয়ারি এমনকি মার্চ মাসেও তথ্য হালনাগাদ করে পদোন্নতির জন্য সুপারিশকৃত হয়েছে, যারা যথা সময়ে যোগ্য ছিলনা। যার কারণে অন্যায়ভাবে প্রায় ৫০০ জন চিকিৎসককে বঞ্চিত হচ্ছে। এই ৪৯২ জন চিকিৎসক ৩৩তম বিসিএস এর। একই বিসি,এস ব্যাচের অধিকাংশকে সহকারী অধ্যাপক হবার সুপারিশ করা হলেও এই ৪৯২ জনকে বৈষম্যের শিকার করা হচ্ছে। অথচ অন্যান্য ক্যাডারের সুপারনিউমারারি পদোন্নতি হয়ে থাকে ব্যাচ ভিত্তিক।
চাকুরির এগারো বছর প্রান্তিক পর্যায়ে সেবা দেয়ার পরও ৩৩ তম বিসিএসের এক অংশ পদোন্নতি না পাওয়ায় হতাশ ও মানসিকভাবে বিপর্যস্ত। এই ৩৩ বিসিএস এর সবাইকে পদোন্নতি দিলে সরকারের আর্থিক কোনো ক্ষতি হচ্ছেনা তথাপি তারা বৃহৎ পরিসরে জনগনকে বিশেষজ্ঞ চিকিৎসাসেবার সুযোগ পাবেন এবং শিক্ষক হিসেবে ভবিষ্যৎ চিকিৎসক গড়া ও শক্তিশালী রেফারেল সিস্টেম গড়ার কারিগর হিসেবে ভূমিকা রাখতে পারবেন।
প্রান্তিক পর্যায়ে চিকিৎসা সেবার ধারাবাহিকতা রক্ষা করার জন্য পর্যাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসক ইতিমধ্যে স্বাস্থ্য অধিদপ্তরে আবেদন করেছেন এবং ধারাবাহিকভাবে প্রতি বছর পর্যাপ্ত সংখ্যক বিশেষজ্ঞ তৈরি হচ্ছে।
এছাড়া সহযোগী অধ্যাপক পদে ২ ধাপে ১৩৯৮ সুপার নিউমারারি পদোন্নতির সুপারিশ করা হয়েছে। যেগুলা তে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি দিলে শুন্য পদে পদোন্নতির সুযোগ সৃষ্টি হয় তাতে ৩৩-বিসিএসের একাংশের বঞ্চিত থাকার কথা না।
দীর্ঘদিন যাবত পদোন্নতি বঞ্চিত ও সহকারী অধ্যাপক এর ফিটলিস্টে যোগ্য বিশেষজ্ঞ চিকিৎসকগণকে প্রথমবারের মতো হতে যাওয়া সুপারনিউমারারি পদোন্নতি থেকে বঞ্চিত করে বৈষ্যমের শিকার না করার জন্য আপনার হস্তক্ষেপ কামনা করছি। মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আলোক বর্তিকা হয়ে আমাদের মাঝে আপনি এসেছেন। সহকারী অধ্যাপক পদোন্নতি যোগ্য ৩৩ বিসিএসের অল্প কিছু বিশেষজ্ঞ চিকিৎসক আপনার সেই আলো থেকে যেন বঞ্চিত না হয়।
-বৈষ্যমের শিকার সহকারী অধ্যাপক পদে পদোন্নতি যোগ্য ২০২৪ ফিটলিস্টে থাকা ৩৩ বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ।