সেরা অভিনেতা শাহরুখ খান ও অভিনেত্রী রানী মুখার্জী

মঙ্গলবার, সেপ্টেম্বর ২৩, ২০২৫

মোঃ মোহন আলী :

অপেক্ষার পালা শেষ করে ক্যারিয়ারের প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার স্পর্শ করলেন বলিউডের দুই জাঁদরেল তারকা শাহরুখ খান ও রানী মুখার্জি।

ভারতের চলচ্চিত্র জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ সম্মাননা ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিজয়ীদের নাম গত আগস্ট মাসে ঘোষণা করা হয়। প্রায় এক মাসের অপেক্ষার পর আজ বিজয়ীদের হাতে তুলে দেওয়া হলো এই পুরস্কার। আয়োজিত অনুষ্ঠানটি বিকেল ৪টায় নয়াদিল্লির বিজ্ঞান ভবনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন বলিউডের শীর্ষ তারকারা যেমন শাহরুখ খান, রানি মুখার্জি, মোহনলাল, বিক্রান্ত ম্যাসি, করণ জোহর এবং বৈভাবী মার্চেন্টসহ অন্যান্য বিজয়ীরা।

সেরা অভিনেতার পুরস্কার এবার ভাগাভাগি করেন শাহরুখ খান ও বিক্রান্ত মাসি। শাহরুখ খান পেয়েছেন ‘জাওয়ান’ ছবির জন্য, আর বিক্রান্ত মাসি ‘টুয়েলভ ফেল’ সিনেমায় অসাধারণ অভিনয়ের জন্য পুরস্কৃত হয়েছেন।

সেরা অভিনেত্রীর সম্মাননায় রয়েছেন বলিউডের প্রখ্যাত নায়িকা রানী মুখার্জী, তিনি ‘মিসেস চ্যাটার্জি বনাম নরওয়ে’ ছবির জন্য এই পুরস্কার পেয়েছেন।

দেখে নেওয়া যাক ভারতের ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্তদের তালিকা

সেরা ফিচার ফিল্ম– টুয়েলভথ ফেল

সেরা অভিনেত্রী – রানি মুখার্জি (মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে)

সেরা অভিনেতা- শাহরুখ খান (জওয়ান), বিক্রান্ত মাসে (টুয়েলভথ ফেল)

সেরা পরিচালক- সুদীপ্ত সেন (দ্য কেরালা স্টোরি)

সেরা গায়িকা- শিল্পা রাও, ছালেয়া (জওয়ান)

সেরা গায়ক- পিভিএন এস রোহিত প্রেমিসথুন্না (বেবি)

সেরা পপুলার ফিল্ম- রকি অউর রানি কি প্রেম কাহানি

সেরা সমাজ সচেতনতামূলক সিনেমা- সাম বাহাদুর

সেরা বাংলা ছবি- ডিপ ফ্রিজ

সেরা হিন্দি ছবি- কাঠাল: আ জ্যাকফ্রুট

সেরা কোরিওগ্রাফি- ঢিন্ডোরা বাজে রে! (রকি অউর রানি)

সেরা লিরিকস- বালাগাম (ওরু পাল্লেতুরু)

সেরা সংগীত পরিচালনা- ভাতি (তামিল)

সেরা আবহ সংগীত- অ্যানিমেল

সেরা মেকআপ- শ্রীকান্ত দেশাই (সাম বাহাদুর)

সেরা পোশাকশিল্পী- শচীন লোভালেকর, দিব্যা গম্ভীর, নিধি গম্ভীর (সাম বাহাদুর)

সেরা প্রোডাকশন ডিজাইন- এভরিওয়ান ইজ আ হিরো (মোহনদাস)

সেরা সম্পাদনা- পোক্কালাম

সেরা সাউন্ড ডিজাইন- অ্যানিমেল

সেরা চিত্রনাট্য- বেবি (তেলুগু)

সেরা সংলাপ- সির্ফ এক বান্দা কাফি হ্যায়

সেরা সিনেম্যাটোগ্রাফি- দ্য কেরালা স্টোরি

সেরা অ্যাকশন পরিচালক- হনু-মান (তেলুগু, স্টান্ট কোরিওগ্রাফি)