সৌদি ও বাংলাদেশের ভ্রাতৃত্ববোধ আগের চেয়ে আরও বৃদ্ধি পেয়েছে – ধর্ম মন্ত্রী

রবিবার, জুন ২, ২০২৪

আবুল কাশেম জামালপুরঃ-

ধর্ম মন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল বলেছেন এদেশের ধর্ম প্রাণ মুসলমানদের সার্বিক হজ ব্যবস্থাপনায় সৌদি সরকারের ভূমিকা বন্ধুত্বপূর্ণ ও প্রসংশনীয়। তারা এদেশে নয়টি আইকনিক মসজিদের মধ্যে বাংলাদেশে করবে তিনটা। তারা আমাদের অনেক সহযোগিতা করছে এবং করবেন ইনশাআল্লাহ। তারা আন্তরিকতার সহিত চলছে। আমাদের উভয় দেশ আগের চেয়ে আন্তরিকতা আরও বৃদ্ধি পেয়েছে।

রবিবার সকালে জামালপুর জেলা ইসলামিক ফাউণ্ডেশনের আয়োজনে ইসলামপুর অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্যে মন্ত্রী এসোব কথা বলেন।

ধর্মীয় ও নৈতিকতা উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণ শিক্ষা কার্যক্রম প্রকল্পের অবদান, সন্ত্রাস-জঙ্গীবাদ, নারী নির্যাতন,যৌতুক,বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে উলামা মাশায়েখগণের করণীয় শীর্ষক অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে সৌদি আরবের রাষ্ট্রদূত এইচ.ই.মিস্টার.এসা ইউসুফ এসা আল দোহাইলান উপস্থিত ছিলেন।

এছাড়াও জামালপুর-৫,আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুর রশিদ, জামালপুর-১,আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ, জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ বাকী বিল্লাহ্, ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের সচিব মু.আব্দুল হামিদ জমাদ্দার, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড.মহা:বশিরুক আলম, জামালপুর জেলা পুলিশ সুপার কামরুজ্জামান,জামালপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারক আহম্মেদ চৌধুরী, ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জামাল আব্দুন নাসের বাবুল, ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস সালামসহ অনেকেই উপস্থিত ছিলেন।