সৌদি পৌঁছেছেন ২২ হাজার ২০৩ হজযাত্রী, আরও একজনের মৃত্যু

রবিবার, মে ৪, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের হজ কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ থেকে সৌদি আরব পাড়ি জমিয়েছেন মোট ২২ হাজার ২০৩ জন হজযাত্রী। হজ কার্যক্রম শুরুর পর থেকে ৫৪টি ফ্লাইটে এসব যাত্রী সৌদি পৌঁছেছেন। তবে হজযাত্রীদের যাত্রার এই পর্বে কিছু দুঃসংবাদও রয়েছে—সৌদি আরবে আরও একজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে, যা নিয়ে চলতি মৌসুমে মৃত হজযাত্রীর সংখ্যা দাঁড়িয়েছে ২ জনে।

রোববার (৪ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কিছু অনুপযুক্ত কন্টেন্ট কিছুক্ষণের জন্য যথাযথ অনুমোদন ছাড়াই ওই পেজ থেকে শেয়ার করা হয়েছে। পেজটি উদ্ধারে কাজ করা হচ্ছে। পেজটি বর্তমানে রক্ষণাবেক্ষণাধীন এবং বিষয়টি তদন্ত করতে ও ভবিষ্যতে এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি রোধে সুরক্ষা ব্যবস্থা জোরদারে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আপাতত সম্পূর্ণ ঠিক না হওয়া পর্যন্ত সবাইকে ফেসবুক পেজের কোনও পোস্ট বা বার্তা বিশ্বাস, শেয়ার বা যোগাযোগ না করার জন্য অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মন্ত্রণালয়ের তথ্য অন্যান্য ভেরিফায়েড প্ল্যাটফর্ম যেমন- অফিসিয়াল ওয়েবসাইট ও প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।