
মোঃ মোহন আলী।।
বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে আর দলীয় প্রতীক ব্যবহার করা হবে না। বৃহস্পতিবার (২৪ জুলাই) অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে প্রস্তাবিত চারটি সংশোধনী আইন অনুমোদন দেওয়া হয়েছে। এই সংশোধনীর মাধ্যমেই দলীয় প্রতীকের বিধান বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে বিষয়টি নিশ্চিত করে লিখেছেন— “স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক। আজ উপদেষ্টা পরিষদ বৈঠকে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক উত্থাপিত এ সংক্রান্ত ৪টি আইনের সংশোধনী অনুমোদন করা হয়েছে।”
উল্লেখ্য, ২০১৫ সালে আওয়ামী লীগ সরকারের আমলে প্রথমবারের মতো স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও জেলা পরিষদসহ বিভিন্ন নির্বাচনে দলীয় মনোনয়নের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছিল।
তবে এবার নতুন করে দলীয় প্রতীক তুলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনের ধরনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে। এটি কার্যকর হলে ভোটাররা দলীয় পরিচয় নয়, প্রার্থীর ব্যক্তিগত যোগ্যতা, জনপ্রিয়তা ও কাজের ভিত্তিতে নির্বাচিত করতে পারবেন বলে ধারণা করা হচ্ছে।