নুরুল আলম, মিরসরাই (চট্টগ্রাম):::
কেন্দ্রীয় আওয়ামী লীগের অত্যাধুনিক ১০ তলা ভবনের পর এবার চট্টগ্রামের মিরসরাই উপজেলা আওয়ামী লীগও এমন একটি ভবনের স্বপ্নবীজ বপন করলো। গতকাল শনিবার (৬ মে) বিকাল ৪টায় আধুনিক সুযোগ সুবিধা সংবলিত ৭ তলা এই ভবন নির্মাণের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্থর স্থাপন করেন আওয়ামী লীগের প্রেসেডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।
মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী জানিয়েছেন, মোট ৩ হাজার ৪শ বর্গফুট আয়তনের এ ভবনে থাকবে আধুনিক মানের সব রকম সুযোগ সুবিধা। থাকবে লাইব্রেরি, ইনফরমেশন টেকনোলজি সেন্টার, গবেষণা কেন্দ্র, ভিআইপি লাউঞ্জ, ডরমেটরি, মিডিয়া সেন্টার, ক্যাফে, উপজেলা আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগ এর দলীয় কার্যালয়। তিনি আরো জানান, আধুনিক মানের এ ভবন তৈরিতে প্রাথমিকভাবে ব্যয় ধরা হয়েছে ৪ কোটি টাকা।
ওইদিন ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেন, ‘এ ভবন কারো একার শ্রম আর অর্থে তৈরি হবে না। এ ভবনের প্রত্যেকটি কনায় কনায় তৃণমূল নেতাকর্মীদের অর্থ-শ্রম যুক্ত হবে।’ এসময় তিনি আরো বলেন, ‘আমরা যখন প্রথম পরিকল্পনা করি তখন এ ভবনের মধ্যে আইটি সেন্টার বা ইনফরমেশন টেকনোলজি সেন্টার করার পরিকল্পনা ছিলো না। পরবর্তীতে আমার মেঝ ছেলে আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেলের প্রস্তাবে এটি যুক্ত করা হয়েছে।’
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রেসেডিয়াম সদস্য আওয়ামী লীগ নেতা মাহবুব রহমান রুহেল, চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহম্মেদ রাশেদ, মিরসরাই উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ জসিম উদ্দিন, সাহিত্যিক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম নিজামী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সহ-সভাপতি কামরুল আহসান হাবীব, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, বারইয়ারহাট পৌর মেয়র রেজাউল করিম খোকন, মিরসরাই পৌর মেয়র মো. গিয়াস উদ্দিন, চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন নয়ন, চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু ও উপজেলা যুবলীগের সভাপতি মাইনুর ইসলাম রানা প্রমুখ।