জাতির সংবাদ ডটকম।।
হবিগঞ্জ ব্যাটালিয়ন(৫৫) বিজিবি কর্তৃক বৃহস্পতিবার (৯ জানুয়ারী) সন্ধ্যা ৭ টার দিকে গণমাধ্যমে পাঠানো এক লিখিত বিজ্ঞপ্তিতে জানানো হয়। ভারতীয় পুলিশ কর্তৃক বিজিবি ও বিএসএফ এর উপস্থিতিতে বাংলাদেশ পুলিশের নিকট বাংলাদেশী মৃত ব্যক্তির লাশ হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানা যায়, ৬ জানুয়ারি ২০২৫ তারিখ ভারতের অভ্যন্তরে নিহত বাংলাদেশী নাগরিক মোঃ জাহুর আলী (৫০), পিতা- মৃত মুনছুব উল্লা, গ্রামঃ ডুলনা, ডাকঘরঃ গাজীপুর, থানাঃ চুনারুঘাট, জেলাঃ হবিগঞ্জ এর মৃতদেহ হস্তান্তরের লক্ষ্যে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকাল সোয়া ৫ টা থেকে সাড়ে ৫টার পর্যন্ত হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাল্লা কোম্পানীর দায়িত্বপূর্ণ এলাকা সীমান্ত পিলার ১৯৬৪/৪-এস হতে ০৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে (জিআর-৬২৬৬৪২ এমএস ৭৮পি/১২) বাল্লা আইসিপি নামক স্থানে কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্বে দেন বাল্লা কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ নাজমুল হোসেন এবং বিএসএফ এর পক্ষে নেতৃত্বে দেন ষ্টেনলি বিএসএফ কোম্পানী কমান্ডার ইনেসপেক্টর কুন্দুন কুমার। পতাকা বৈঠকে বিজিবির সদস্য ৬ জন, বিএসএফের সদস্য ৬ জন, বাংলাদেশী পুলিশ সদস্য ৫ জন এবং ভারতীয় পুলিশ সদস্য ৬ জনসহ স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে নিহতের ছেলে অলি মিয়া (২০) কর্তৃক লাশ সনাক্ত করা হয়।
পরবর্তীতে ভারতের খোয়াই থানা পুলিশের নিকট হতে বাংলাদেশের চুনারুঘাট থানা পুলিশ কর্তৃক মৃতদেহ গ্রহণ করে। মৃতের ছেলের লিখিত আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশে পুনরায় লাশের ময়না তদন্ত ব্যতিরেকে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
বিজিবি কর্তৃক বিজ্ঞপ্তিতে আরও জানা যায়, বিএসএফের নিকট থেকে জানা যায় যে, উক্ত ব্যক্তির হার্টে ব্লক ছিল এবং বর্ণিত ব্যক্তি হার্ট এ্যাটাকে মারা গেছে। বিএসএফের বরাতে জানা যায়, আজকে পোস্টমর্টেম সম্পন্ন হয়েছে। পোস্টমর্টেম এর অফিসিয়াল রিপোর্ট পেতে ১৫ থেকে ২০ দিন সময় লাগবে। মৃত্যুর বিস্তারিত কারণ ময়নাতদন্ত রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে জানা যাবে বলে বিএসএফ জানিয়েছে।